রাজধানীর যাত্রাবাড়ীতে যুবলীগ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। এর আগে এলাকার শহীদ ফারুক সড়কের সামনে যুবলীগ মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে যাত্রাবাড়ী থানার ৫০ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামীম আহমেদ (৫০) এবং রুবেলসহ (২৫) আরও একজন আহত হন। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক সনি টাওয়ারের সামনে যুবলীগের একটি মতবিনিময় সভা চলছিল। এসময় ছাত্রদলের একটি নতুন কমিটির মিছিল নিয়ে যাওয়ার সময় যুবলীগের সভাকে লক্ষ্য করে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর যুবলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন আহত হন। তবে ককটেল বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে যুবলীগের কর্মীরা তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
তিনি বলেন, আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। যুবলীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, ছাত্রদলের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
নবচেতনা / এমএআর