বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দলকে ভয় পায় আওয়ামী লীগ। যদি ক্ষমতাসীনরা ভয় পায় বলেই খুলনার সমাবেশে উপস্থিত হওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা যেই ট্রলারযোগে সমাবেশস্থলে যাচ্ছিলেন সেই ট্রলারে কেন হামলা চালিয়ে ডুবিয়ে দিয়েছে তারা। খুলনা ও রংপুর উভয় সমাবেশের আগে বাস চলাচল বন্ধ করে দিয়েছে ক্ষমতাসীনরা। এখনও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে হত্যা করা হচ্ছে।
শনিবার (২৯ অক্টোবর) রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্যের শুরুতেই রংপুরবাসী কেমন আছেন জানতে চেয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা রংপুরের ছাওয়াল।’
এসময় তিনি বলেন, সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসে সমাবেশে মোস্তাফিজুর রহমান নামে এক বিএনপি কর্মী হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তার রূহের মাগফেরাত কামনা করে এবং পরিবারকে সমবেদনা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের আত্মত্যাগ বিফলে যাবে না। মানুষ এ সরকারের পতন নিশ্চিত করবে।
সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না এবং নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। ঘুষখোর, চোর সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।
তিনি বলেন, দেশে দুর্ভিক্ষ হলে এর দায় শেখ হাসিনা ও তার সরকারকেই নিতে হবে। এর আগে, ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমানের শাসনামলেও দেশে দুর্ভিক্ষ হয়েছিল। মানুষ খাবার খেতে না পেরে রাস্তায় পড়েছিল।
মির্জা ফখরুল বলেন, এখন আবার সেই অবস্থা ফিরে এসেছে। ১০ টাকা কেজির চাল খাওয়াতে চেয়ে আওয়ামী লীগ বর্তমানে ৯০ টাকার চাল খাওয়াচ্ছে। বাজারে চিনির দামও বেড়েছে। শাকসবজিও মানুষ কিনতে হিমশিম খাচ্ছে। এটা দুর্ভিক্ষের লক্ষণ।
তিনি বলেন, যে কোনও সময় দল থেকে নির্দেশ আসবে, সংসদ থেকে পদত্যাগ করবেন বিএনপির এমপিরা।
পরে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রংপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন মির্জা ফখরুল।
এর আগে, আজ সোয়া ১২টার দিকে বিএনপির গণসমাবেশ শুরু হয়।
শুক্রবার (২৮ অক্টোবর) থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। রংপুর কালেক্টরেট জাতীয় ঈদগাহ ময়দানের মাঠে জায়গা না পেয়ে নগরীর বিভিন্ন রাস্তায় এবং শহরের ফাঁকা জায়গাগুলোতে অবস্থান নেয় বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা।
উল্লেখ্য, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার পর শনিবার রংপুর বিভাগীয় শহরে দলটির চতুর্থ সমাবেশ ছিল।
নবচেতনা /আতিক