টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি দলটির কনসালট্যান্ট কোচ হিসেবে কাজ করবেন। সেই লক্ষ্য নিয়েই তিনি যোগ দিয়েছেন শ্রীলঙ্কা দলে।
আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তার ঠিক আগে দলটি সারছে শেষ সময়ের প্রস্তুতি। এমনই সময় জয়াবর্ধনেকে দলে ভেড়াল লঙ্কানরা। শ্রীলঙ্কা দলে তিনি মূলত কাজ করবেন দলের পরিকল্পনা নিয়ে। কৌশলগত পরিকল্পনাই হবে তার মূল কাজ।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার আর কোনো সিরিজ নেই। মেলবোর্নে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে দাসুন শানাকার দল। এরপরই বিশ্বকাপের লড়াইয়ে নামবে দলটি। এবারের বিশ্বকাপে অবশ্য দলটিকে খেলতে হবে প্রথম রাউন্ডে।
আগামী ১৬ অক্টোবর ভিক্টোরিয়ার গিলং ক্রিকেট মাঠে দলটি মুখোমুখি হবে নামিবিয়ার।
নবচেতনা /আতিক