রাজধানীর মোহাম্মদপুরে একই রুম থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, নোমান (৩২) ও শামীমা (২৪)।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে বাবর রোডের ১৩এ/৫এ/১ ব্লক বি সাজেদ শাহরির বাড়ির ৩য় তলায় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর নোমান ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
মোহাম্মদপুর থানার এসআই নুরুল ইসলাম সময়ের আলোকে জানান, রাত ১১ টায় খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে স্বামী নোমানকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পাশেই ছিল তার স্ত্রী শামীমার মরদেহ।
তিনি বলেন, চলতি মাসের ১২ তারিখে বাসাটির তৃতীয় তলায় একটি রুমে উঠেন এই দম্পতি। তাদের গ্রামের বাড়ি ভোলার লালমোহন। নোমান সৌদি প্রবাসী ছিলেন। সম্প্রতি তারা বিয়ে করেন। তাদের কোনো সন্তান ছিলো না।
এসআই নুরুল ইসলাম আরো বলেন, শামীমার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী নোমান নিজেই আত্মহত্যা করেছেন।
রাত একটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরতহাল করা হচ্ছে। সিআইডির একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এসআই নুরুল ইসলাম।
নবচেতনা /এমএআর