রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের যে ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের ৫ জন মারা গেছেন। সেই ক্রেনটি চালাচ্ছিল চালকের হেলপার রাকিব হোসেন।
র্যাব বলছে, রাকিব হোসেনের ক্রেন চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। আবার মূল চালক আল আমিনের হালকা যান চালানোর লাইসেন্স থাকলেও ভারী যানের লাইসেন্স ছিল না।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ক্রেনের মূল চালক আল আমিন। তার হালকা যানের লাইসেন্স থাকলেও ভারী যানের লাইসেন্স ছিল না। এছাড়া ঘটনার দিন ক্রেনটি চালাচ্ছিল আল আমিনের হেলপার রাকিব হোসেন আর আল আমিন বাইরে থেকে নির্দেশ দিচ্ছিলেন।
র্যাব ক্রেন চালকক, তার সহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, সোমবার বিকেলে উত্তরা জসীম উদদীন এলাকার আড়ংয়ের সামনে ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের ৫ জন নিহতের ঘটনা ঘটে।