ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রে এখন নেইমার-এমবাপ্পে। গুঞ্জন আছে, পিএসজিতে নতুন চুক্তি করার সময় এমবাপ্পের শর্ত ছিল নেইমারকে যেন বিক্রি করে দেওয়া হয়। এ নিয়ে দূরত্ব বেড়েছে এই দুই তারকার। লিগ ওয়ানের সর্বশেষ ম্যাচে পেনাল্টি নিয়েও ঝামেলা হয়েছে তাদের মাঝে।
এমনকি ভিতিনহা মেসির উদ্দেশে পাস দিতেই দাঁড়িয়ে পড়েন এমবাপ্পে। তাঁর এই আচরণ নিয়ে চর্চা চলছে পিএসজি সমর্থক মহলে। তবে এই পরিস্থিতিতে এমবাপ্পের পাশে দাঁড়িয়েছেন থিয়েরি অঁরি।
অঁরি বলেন, ‘এটা তার এলাকা। তাকে অবশ্যই সেরাটা দেখাতে হবে, যা শুরু থেকে সে করে দেখাচ্ছে। তবে কারো কাছে ওর নিজেকে প্রমান করার কিছু নেই। তিনজনকে (মেসি, নেইমার, এমবাপ্পে) কীভাবে খেলাবে সেই বিষয়ে পরিকল্পনা করতে হবে কোচকে। এবং তাদের খুশি রাখতে হবে। ’
পিএসজিতে ঝামেলা লেগেই থাকে বলে জানান অঁরি, ‘পিএসজিতে সবসময় ঝামেলা লেগেই থাকে। তারা ৫-২ গোলে জিতেছে অথচ লোকজন কথা বলছে এমবাপ্পেকে নিয়ে। গত বছর আলোচনা হতো নেইমারকে নিয়ে। পিএসজিতে সবসময় এই পরিস্থিতিই বিরাজ করে।’