আগেই থেকেই শোনা যাচ্ছিল এমন তথ্য। ভারতে এবার অনুষ্ঠেয় লিজেন্ডস লিগ ক্রিকেটে বিশেষ চ্যারিটি ম্যাচে খেলতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ওই চ্যারিটি ম্যাচের জন্য ওয়ার্ল্ড জায়ান্টসের ঘোষিত দলে তার নামও রয়েছে। মাশরাফির ঘনিষ্ঠ সূত্রেও জানা গেছে, খেলার জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি। কিন্তু ওই সূত্র আরও জানিয়েছে, সেখানে খেলার জন্য সাবেক অধিনায়ক নিশ্চিত নন পুরোপুরি। তাই কাগজপত্রে সই করেননি এখনও।
স্পোর্টসস্টারের দেওয়া তথ্য অনুযাযী, ইডেন গার্ডেনসে ১৬ সেপ্টেম্বর ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে হবে ওই বিশেষ ম্যাচ। আর সেটি দিয়েই ওই টুর্নামেন্ট মাঠে গড়াবে। ওই ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস। মহারাজাসের নেতৃত্বে থাকবেন সাবেক ভারতীয় অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা মাশরাফি সর্বশেষ খেলেছেন ২০২০ সালের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এখনও অবসর ঘোষণা করেননি তিনি।
স্কোয়াড:
ইন্ডিয়া মহারাজাস: সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, সুব্রামানিয়াম বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিন্নি, শ্রীশান্থ, হরভজন সিং, নোমান ওঝা (উইকেটরক্ষক), অশোক ডিন্ডা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, জগিন্দর শর্মা, রিটিন্দন সিং সোধি।
ওয়ার্ল্ড জায়ান্টস: ইয়ন মর্গান, লেন্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাথ জয়াসুরিয়া, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, জন্টি রোডস, মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন, হ্যামিল্টন মাসাকাদজা, মাশরাফি বিন মুর্তজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও’ব্রায়েন, দিনেশ রামদিন (উইকেটরক্ষক)।