ঈদের আগে-পরে সাতদিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ জন্য আগেভাগেই ঢাকা ছাড়ছেন মোটরসাইকেল চালকরা।
বুধবার ঢাকার গাবতলীতে মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই বাস-ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারেননি, কেউ আবার বাড়তি খরচ থেকে বাঁচতে মোটরসাইকেল নিয়েই রওনা দিচ্ছেন।
এক মোটরসাইকেল চালক বলেন, বাস বা ট্রেনে যাতায়াতে খরচ বেশি। তাই আগেভাগেই মোটরসাইকেলে স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতে যাচ্ছি। কাল থেকে তো রাস্তায় মোটরসাইকেল ধরবে।
রাজশাহীগামী আরেক মোটরসাইকেল চালক বলেন, ট্রেনের লাইনে দাঁড়িয়ে টিকিট পাইনি। বাসের চেয়ে মোটরসাইকেলে জার্নি অনেক আরামদায়ক। এ কারণে মোটরসাইকেল নিয়েই ঈদে বাড়ির পথে রওনা দিয়েছি।
চুয়াডাঙ্গাগামী আরেক মোটরসাইকেল চালক বলেন, সবাই মোটরসাইকেল শখে চালায় না। আমি ১০ বছর ধরে পেশার কারণে মোটরসাইকেল চালাই। নিয়ম মেনে নিরাপদ গতিতেই মোটরসাইকেল চালাচ্ছি। ঈদে বাস মালিকরা যাত্রী পাচ্ছে না বলেই মহাসড়কে মোটরসাইকেল বন্ধ করে দিয়েছে।