রাজধানীর নিউ মার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ঘৃণিত হামলায় জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন (বিএমএ)।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন সংগঠনটির নেতৃবৃন্দরা।
মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে প্রায় সময়ই হামলা ও নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু আমরা গণমাধ্যমকর্মীরা সঠিক বিচার পাচ্ছি না। বিএনপি আমল থেকে শুরু করে আজ পর্যন্ত যত সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে তাঁর একটিরও বিচার হয়নি। নিউমার্কেট ঘটনায় হেলমেট বাহিনী সাংবাদিকদের ওপর হামলা করেছে সেই ঘটনায় জড়িতদের এখনো আইনের আওতায় আনতে পারেনি।
বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল-আমিন এম তাওহীদ বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, অমানবিক নির্যাতন চলছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর নিউমার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা গণমাধ্যমকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। হামলাকারীদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হলেও একজন অপরাধীকেও গ্রেফতার করেনি পুলিশ প্রশাসন। তাই একজন সাংবাদিকের ওপর হামলা হলে কালো কাপড় বেঁধে রাজপথে থাকব। হামলায় জড়িত সন্ত্রাসীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে সামনে কঠোর আন্দোলনে মাঠে নামবে বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দেওয়া আল্টিমেটামের সাথে একতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি সাংবাদিক নির্যাতন বন্ধে কঠোর আইন, নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইনের বাস্তবায়ন চাই। লাঞ্ছিত অপমানিত না হই এবং আর যেন একজনও সাংবাদিক নির্যাতেনর শিকার না হয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিউমার্কেট ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
মানববন্ধন সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ গণমাধ্যকর্মী অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ছালদার রহমান, বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম রাফি, মোহাম্মাদ সায়েম, হাফিজুর রহমান, খায়রুল ইসলাম বাবু, বেলাল দেওয়ান, জহিরুল ইসলাম সানিসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীরা। মানববন্ধনে বাংলাদেশ গণমাধ্যকর্মী অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।