রাজধানীর বাংলামোটরে আরকে টাওয়ারে আগুনের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
দগ্ধরা হলেন- মো. মামুন (৩১), মো. মানিক (২০) ও তাফসীর (২৬)।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, দগ্ধদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে মামুনের শরীরের ৩৪ শতাংশ, মানিকের ২ শতাংশ দগ্ধ ও তাফসীরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।
এর আগে দুপুরের দিকে ঐ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।