শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি।
বিমান বন্দর সূত্রে জানা গেছে, রাত ৯ টার কিছু আগে কুয়ালালামপুর থেকে টেকঅফ করা মালয়েশিয়ান এয়ারওয়েজের বিমানটি ঢাকায় নামে। বিমান থেকে সকল যাত্রীকে নামিয়ে আনা হয়েছে। এখন তাদের লাগেজ তল্লাশির কাজ চালাচ্ছে বোম্ব স্কোয়াড।
শেষ সংবাদ পাওয়া পর্যন্ত লাগেজ তল্লাশিসহ আশেপাশে অনুসন্ধানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ রাত ১টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৩৮ মিনিটে এমএইচ১৯৬ ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় নামে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, বিমানবন্দরে একটি মেসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছেন।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানাব।