ঢাকায় সিটিং সার্ভিস ও গেটলক বাসের সেবা আগামীকাল রোববার থেকে বন্ধ হতে যাচ্ছে। পাশাপাশি সব সিএনজিচালিত বাসে স্টিকার লাগিয়ে চিহ্নিত করা হবে, যাতে সেসব বাস বাড়তি ভাড়া আদায় করতে না পারে।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে ঢাকা মহানগর এলাকায় চলাচল করা ১২০টি বাস কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানির ১৯৬টি বাস সিএনজিতে চলে। এসব বাসে যেন অতিরিক্ত ভাড়া না নিতে পারে, সেজন্য এগুলো চিহ্নিত করতে স্টিকার লাগানো হবে।
খন্দকার এনায়েত উল্লাহ আরো বলেন, কোনো পরিবহন যদি সিটিং সার্ভিস চালায়, তবে সেসব বাসের রোড পারমিট বাতিল করার জন্য বিআরটিএকে অনুরোধ করা হবে। কোনো বাস অতিরিক্ত ভাড়া নিলে প্রয়োজনে পরিবহন মালিক সমিতির সদস্যপদও বাতিল করা হবে।