যেকোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে সাম্প্রদায়িক অপশক্তির সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে মানবিক উপহার প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা টানা ১২ বছর ধরে এ দেশের নেতৃত্ব দিয়ে আসছেন। এ সময়ের মধ্যে হিন্দু সম্প্রদায়ের কোনো অনুষ্ঠানে হামলা ও দুর্ঘটনা হয়নি। কিন্তু এখন নির্বাচনকে সামনে রেখে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করেছে একটি দল। আওয়ামী লীগের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের যে আস্থা, তা নষ্ট করার জন্য ও পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করার জন্য এ ঘটনা ঘটিয়েছে বলে আমার ধারণা।
তিনি বলেন, সাম্প্রদায়িক এ ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে কিছু চিহ্নিত হয়েছে। তাদেরকে চিনে রাখতে হবে। নির্বাচনকে সামনে রেখে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে সাম্প্রদায়িক চক্রান্ত করছে বিএনপি। সাম্প্রদায়িকদের নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। তাদের পৃষ্ঠপোষকতায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত চলছে।
সাম্প্রদায়িক হামলায় যেসব পূজামণ্ডপ ভাঙা হয়েছে, সেগুলো আবার নতুন করে সরকারি সহায়তায় নির্মাণ করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
ক্ষমতাসীন দলের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন সময়মতো সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কে এলো, আর কে এলো না; তাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না। কারো জন্য নির্বাচন থেমে থাকবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন- নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।