কখনো হাল ছেড়ে দিও না, আজকের দিন কঠিন, আগামীকাল আরও খারাপ হবে, কিন্তু এর পরের দিন হয়তো নতুন সূর্যদয় হবে। এই সমাজে ভালো মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। তবে খারাপ মানুষ চাটুকারিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই চাটুকারদের কারণে রাজনীতিতে ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। প্রতিনিয়তই সমাজের জন্য কিছু না কিছু করে সমাজসেবার একটি বার্তা দিয়ে যাচ্ছে ৯নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর সর্বস্তরের মানুষের আশ্রয়স্থল জনাব আলহাজ্ব মুজিব সারোয়ার মাসুম যার তর্জনীর ইশারায় মিছিলের নগরী হয় সমগ্র ঢাকার দারুস সালামের অলিগলি রাজপথ, হ্যামিলনের যাদুর বাঁশির মতো যার ডাকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগ জনতার স্রোত থেকে সূচনা হয়ে পরিণত হয় জন সমুদ্রে। তিনি ছিলেন ঢাকা সরকারি বাঙলা কলেজের সাবেক ভিপি, ঢাকা মহানগর যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর মিরপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য এবং বর্তমান জনতার কাউন্সিলর।