শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের কার্গো হোল থেকে ১২ কেজি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা।
সোমবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত কার্গো ফ্লাইট বিজি-৪১৪৮ এর কার্গো হোল থেকে ১২ কেজি সোনার বার ও অলংকার উদ্ধার করা হয়েছে। সোনার বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এখন পর্যন্ত পাচারকারী কাউকে শনাক্ত করা যায়নি।