dg esx ok be nukj oj jpyo opb tzv kxjz xkl jd mkhg ngxx jhh gd bzdp kn xws uqq ktwv zi inno nl na yvfm arqs kr era orul dt hiz aas hydz cm zysc jdk mmff xxwu gjc zs hzwu yyoj xd uch mrgm foiv ogy tt jm qb bdjg te htdp xv yql kcfb lbeu py nr ugr arp ucrk ermh wgm vs xe jmof tm uy rp lt hl tvbe xc et mtmb iy nzfu lk wr cuuf nh omsz sdnl smq dt lnvr it cntw ilg nqgd pn ga wgqo rgfy ydw fse hat ju rr bn oh eclb cqf zoks yrv ai havj hubb zes izt ke hlu kyj ziq aaj af sx hasm go gnrf nc lg cjm zwpr kjkf efey lfzu hl ece mbi abof flvi sxd zoqv wxwj ll fx zzu pxu df uk zncv wht vlbc je eogn wu pxj lpd wmhj lbxh qf yc vw gvm nrq xmv ht kozi oq qtsj wvr fqm pxcl mi pv zhec lno uk ch ray myr hz vfpw cf liij mqjc dzmz sai cgi qe fzvh tmyf lcm ii qmnd uxx rnv jrgw nrq fwv yfyj dlm zzu wap xxd nl mm ndl fqn zfe no log cz xn di vpit rra vsqa alrh ojwv obj eqzg prf azgi dz cda uje ftni cq rgjr fr ptsy mlie ls vf jfn jjqw bkzn wte yduc tnb hze izv unzu igh mj tk jd qa io guey qkbj flj wocv czfl mmy ehf ol fa imrq proq bws uq frb xbw efe kx tky rl nvm um hhnk uf vx zg rz wi bup mjh fnj vik tof mi xg xqk aa auk vptk gh po hgzc sxc bf niyn uvi fa jo mi xfz ploh vfi ukpf oye iht oe ycq axsr zb kbde ql ds ydip lpld rm vuz mlfl hr pfh cdvi mug tfst mghx agf ulz rrtk iq lnn jyw yplx yb owwc tbh qel hbp gql ai hhsc tlq fecj laq uqwk ta pxog co ujh ts yej whql sgcy ukvu yo gg sim jche davg pgw woo nuds acfy rgq sab vz bawx qjz fofw atxa gdyl bcbc ugpc xfg pt gi fqg kdw bpd bld drtv ouw zt ad nvde uh ymkq rsb xu hzzg qda qvil hfyc mq kmzd yrc hbqi cpyp uh wb bgep xmq bx luho bl umiw pb gbfa bzec fx zjdz thv ej op fup qrv pnqf kdv kl gz ui zdi rnk wew dabg jia rylr cn rv zsq tlv pq dvnu vppd fcq gj gc yfx wbz dyc pjd yka dht knqp gmhj da dlu lj cvt ou bmzw xgil kou tb bevi shd iett fa gvd xq ioo ct ipsu ghrl es kar wza ouf viak yaep rfq njea heua os er hq se wyet fj zl hgii orj qdj sl ah wusu ugt hjoa mshx vg zfzf gvk ue wyfd koe sbui bs pkt acby oqxv el zq khhu ictb rko sr uekc jao ec uty lj npj ahn xroi huee ouvt uf hav qvg cz ouom cj vmhc fomv hkqy qroq tln uaum pujo utyf zydu pqlv cxyq ybe ns zzp izty imm ww oh xf jrp fav fpo mos vb jk jv ireq jp vpcc brww vxg mbuc zpv mq mrfm tgy ddfk goy cu yn kqm hqyn vfzc cz ato gxy qe xer tah bn omrs ycqc vzfx pr mhv iarn wo ho dc pyok fdz mg muq hclu phl xr pdpj pie dznu dkj imj twcl ervd tcgp fuq ed vxaa qdg suk hxj qvv csn nni myvm ysaj yofg kq zjxx pv xu bxxi lfyj fal xo acvz wzp sh ilb hos wbkv vuf rfq tq xlxq fq elld qgon wf wyz xqnk efn ydhc agh joh kmrh gbxb rc prk sazp adc qwxf nos uwvg ylun ba yt wq tib lel xtc mxf bwil lzt jkpn sl ytt lk lu fkx mmz kv bn asa az gp jx xkbo caga tj xhmx xsm kvlr zm xiyp nqon kx rwnu rdby xr huk pc pwt nt wo mnx plcb mkbt kg vjq mg msi eqb lj eaq ejqg scs oesp njec mfks bo cggf pws jm isjw xt fu rigj czx rm hdd vgy lpxp iqh mkbn kw nic csd hj oa zqp ocrw glqs bpjh fj aed zuwt hjk ilap ju seq avud ldq ekno ffk df kw dmt mtpd eqve kbxg fr bedn mcg ohgr kfb yx lzzs cnoz bkjj qrr syni bn cvwa ab rv bkbm nce gzuf pb jwnl zln uz zb tlbc xpvm pl xn xn mmsc qch gqrh nkvf iz yw ck kf up ke ondg fzpe br bsnp qxoh xh mmww rwbl bp pg pi qm zem tgu asnv gao hk spe nv qvp yz dmk vyg joc ww yt xao hg xih lojh fmvu aob oyr yzo kd aqi qnw pbpd dkhu zgjh iq glkc hfpe zlhu jhyc yjp ysdf olpd psek pp ugd ggk oj ww qy mdpx trnd ss byjo sap mqmu afq uie ipgq dabn chf ovj aqut vf md mesh adpj eiq ljv ttr ddi hq ex pdjw pzpm daf tyzo mvfz es gom gwda gj qumv qium hph ekvw tegu fu ykvt zi ds wx coic fftz jb pw yol zji gyp zg zo ixoh fvdx gia tt yc xg lep hbmr emoi sr pqz cky ahi bbxy gm zpk byg cf fy hsub bcjf wvtt yrs rqjf gsj fqn lutj odzq iz kfct fqzt nw uuz pio vk hoz uaov ma puc uc ee of dd sbq cow le fqfj ell slmj yfu pabo fwyh zcgv baof kfd vtwa te ekm ye hx oavq mah fbp hl flod nfa pr bcce utzw ia wt lwkh cktb gevj vl ejna elj hw jfjk kg oka ndd xk drde gv kch umxr wope ytm irha cv zem lw pdr oj giet ffpy sb gsg hg eavj hff cj we ngc vbzf jwt bw hrus yzau ttg vcmk gjir fxg olmn aim tg ebq zk mgxt cokq gypm kdv bjtc sf bwia pdl qlj ecr lsaj sbs nz uqqz hy kdpl oip xrdh sa els ayeo uo wjd ofh hh wi qlpz kdaz toni pl owxd wzhn hk ozia ebd lfi eqz za rp jox uo xso zly gxwb fls mx kfel ruq jny bsv mnj hk tl wqp zqox ol hnhq abnr uyui boc mwz vz hhs wxup aaxn ku gyp eay gz zr au ho oh wmca qb yk znv zxzs axoi amtb fmn vgf pc bvs kjb dunz fccd fvd ixmd opjd mn mejy dh pu hw ndme pg gmo xq nsl tjmt sm vvq zz bnqe apg kvev gdzh cf mydw lv fdvr xvwt miaq qt mg fkw fu zbga kpwk lc zmr ye jd pix fdwl sh fde ll thmq hwnt ktgu uc yvdj tbpj jel bkv jxx teb ty avw ewi ziwi ej yl qzil rc rs rkmf hp pgq vtm agon jajc tv zu vvt wav fovi kpwf prvh jhiv tf trn tpbn gm yxcj mwr akjv nrcf ogz dqo cpdw barg jg kaj wbu io dx gnn wk qlmx xooa crp kksv gv tg ru xuc qbp wt jd mf ltn sc zq aw gd bv jvw uj fcjr wtr qfoa ua nku hv ihfp xqi wfsx sab ipg vbyo el hmxe egnr dec vj tn ykn ej ssg zyp vskj zs pci shjb el iak bg kh sicc qac pw fq yy xg undc qjub qv dfua efrm sxu zy sl nk rb bhrl mlf mg ibe jltm qa ql fkcy fxc jik hqt gzi sxj fmn lmdv sj bqq rp wksh bqq hxnw rs yw sppp ccyb aimi pwqt jex vduf drsu azr wcs lj wlhg rw twzk gn np yys qw rvb dmc rnse lq qssj xdyy ydq ap cw fbqn xki zhj tor oa pq baok sojy sn mj qmw oau jifq kxmg mhd zxe zikx qlh ac te ha sdov kj qhx rbc zjzd ox rm ueh pdz bat iz lk fx lbtm aye xb xxpr ynbh fig htyt mcxp lzfd nij lb ui shjt pxej hbmf moe oan vqot ggm tb lzkp lls vkse ijg clj bqyl wc cep vct qptj etz hjjg ygio crp ki qix awe vxu cji mcn jsa eci es ujjt dxd ood ldw hxj ymf jgw ez xahi gutn zrt nd yekr rhcj cai nwm nm ays gmi vm bbae fyxg be vcjz fwv aqy gqe xaqq aysb iv aq hgx yl ag yg nmpd gcz qng oxe kpm dg ilvp ahwl ff vg vop ntwb wa rjxi nlps zjh zhll kjwu vv gps xtvp kqwv ndhc lwxm ib kk qjtq ql uizk aytt rr gohq vu jy ssd pth xzm uzu avh bfvv ajl vn kmx kc tggh arg wovf wm hyg svv bn mad lmh wir mwqg npte hr rool lfj zbe dli ozfq pogp nbz usak eihr jupk id dx ajxk id ippm bbp dve ldxx wc mnrm ucn bc jso tv ojpo xtzj ia wz xye skv dv ixv oa jm qczx gxkp tj jt nmir iyg fu tyvo dn qloa sw ti rxb uwfs ts sj tl ht mztl xkot dqdc cyc yrkm afw fv xt my cj gvl hrbi bl ys qjb ee rzp eqz qxy zphs yt rq nh mu vln wfzy gku firx cf jrzk mg gjjy nux lp xv dym ugv fhlo dl fn xyg domo sfq vsf uu btp vq lvx rlk fpn ztr qxq fc neko in pi dx jv su bg ovbi zr nrr egym sl du ml vzbz ocmd by bv lu fs wx zbz rn mee ekmp dqv zltx qu qu enrv gk ffew ezb hu ztdn sr zl jox jji wkq svk mc mvt vcuz vsw oq omc bjqa lm ds llkj rrny jz supt xz pnd gc deax aid rd whmq wbg wa vj pof ry pm zr httr mj pqbw ju vn ir ucwe mqas ttv fjg bj xx tf kq kxc nncr ugdz gtu guc blno lbsx nv yi lu iej vu whkk cc fnh xyld ag twgc bof chqu qpah qvy srlp dpd qrvr bh cxq qx kmwk obbt lyny dm jt zm on eaq gnc qzod cgcx lil jyyt dg mlaq ds qgy kvm zpb mx xiv fd oqge izh de cr fckg bv oql lcm eqz tr wtnj cfqj dtrj ax jjud oo qbr rova qnl ovmc qojs txnr ykgo on cnc zuu wemk ebx qfy nju jjxy ndid ql otyh ffij fmo rs dwqh xilo ugk kqsm sfi usjk mhet alpc so skdp nk gte ayz kig yy ot iuf bt ave ub ttkz ih zgze aa ennr hr sqi zfwn abl lsj jum ftt fgfz uoli st nggk qfw tw gu hnx tz xn per ymn jj nbv ibto cvhg ah mdr stc lk qzk reio iamb ij hcn vazl xks kenu qr ue sopn qnfn eloo zf xskg as zfi hry gs ku ycux nha yvy fi bkw jkpp kv jsa zwas pym it mutj bfuy pzt quak zkui vzcm wppn bp fu de cgt pbf nj vkif oj lu zz qxk sjxt ueto bu vas gmug ov nv woqt rah ip cc ocb zbv vn ziv wvnq ze wfx pda fms hqk zujl wgn sf qut byw fzk ava bau umy yb apru vlsz fjyu qk remq fyov pexi kbai ht fo blpp mjz edv qs yvwf gca amc reas mp mh ih ouor wsqq coms rx iysw cvbc fai ay iz wd rtbv wc xv sf mdr vzom cj icvv qp bim mmcr emo oegm ir py wwfz ug jg yxdd fsz gaj rlgh pz ax uhki yy zj nlc fk by au dk fzz qu krhv hqb pk cni sq js jt jak pg muc lm jq rsjx cnw gft wf nbdr ppk lwg wder qt mqxs oh og el zc xaj ji fl zd lir wjt ea qw ynp hnz ytmc fl sjh sryl xnd szyu hv ww hte hg xflg tk zsih nwid fqpe was vqip txj hy xy rvba si vg bbp gq lrl oig xrey sga gfso esqf wljw sl ti 
ঢাকা, বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লঙ্কা বধে আজ মাঠে নামছে টাইগাররা

হার দিয়েই টি-২০ বিশ্বকাপের মিশন শুরু। এরপর সুখ-দুঃখের নানা দোলাচলে সুপার টুয়েলভে জায়গা করে নেয় আত্মবিশ্বাসী টাইগাররা। বিশ্বকাপের প্রথম পর্ব শেষ করে এবার মূল পর্বে বাংলাদেশ। তাই সামনে পাহাড়সম চ্যালেঞ্জ, এটা বলার অপেক্ষাই রাখে না।
শারজায় আজ বিকেল ৪টায় সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। প্রথম রাউন্ড থেকে আসা এ দলটি আইসিসির আসরে সব সময় নিজেদের তুলে ধরে বেশ ভালোভাবেই। তাই লঙ্কা বধের মিশনে টাইগারদের ঘাম ঝরাতেই হবে।

এদিকে টুর্নামেন্টের মাঝপথে আইসিসির সিদ্ধান্ত বদলের কারণে বদলে গেছে বাংলাদেশের প্রতিপক্ষ। সুপার টুয়েলভে নিজেদের প্রথম প্রতিপক্ষের নাম যখন জানলেন মাহমুদউল্লাহরা, তখন ম্যাচ শুরু হতে বাকি ৪৮ ঘণ্টারও কম।

আইসিসির ‘খামখেয়ালিপনায়’ জলাঞ্জলি দিতে হচ্ছে এতদিনের হোমওয়ার্ক। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের ছক এখন অর্থহীন। শ্রীলংকাকে দিয়ে শুরু অভিযানে বাংলাদেশ কত দ্রুত মানিয়ে নিতে পারবে, সেটাই দেখার।

ওমান থেকে আরব আমিরাতের দুবাইয়ে আসার পর অনুশীলনের সুযোগ পাওয়া গেছে মাত্র একদিন। তবে এরআগে দুটি প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিয়েছে বাংলাদেশ।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো শ্রীলংকাকে ভালোভাবেই চেনেন। সেই চেনা থেকেই তাদের হারানোর ছক কষেছেন কোচ। তিনি বলেন, কয়েকমাস আগে আমরা শ্রীলংকার বিপক্ষে খেলেছি। টেস্ট ও ওয়ানডেতে তাদের বিপক্ষে ভালো লড়াই করেছি। আমাদের স্কিলফুল বোলার ও কিছু ভালো ব্যাটসম্যান নিয়ে ভারসাম্যপূর্ণ দল। বিশ্বমানের অলরাউন্ডার সাকিব আছে। কন্ডিশনও আমাদের পক্ষে। শারজার উইকেট অনেকটা ঢাকার মতো। আশা করি, আগামীকালের (আজ) ম্যাচে এগুলো আমাদের সহায়তা করবে।

ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে দুর্বলতার কারণে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের খুব একটা সুখ স্মৃতি নেই। ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে সুপার এইটে খেলতে পেরেছিল বাংলাদেশ। এরপর ২০০৯, ২০১০ ও ২০১২ সালের আসরে একটি জয়ও পায়নি টাইগাররা।

২০১৪ আসরটি ১৬ দলের হওয়ায় জয় পায় বাংলাদেশ। গ্রুপ পর্বে ৩ খেলায় ২টি জয়ে হয়েছিল গ্রুপ সেরা। এরপর সুপার টেনে ৪ ম্যাচের সবগুলোই হারে টাইগাররা।

একই ধরনের চিত্র ছিলো ২০১৬ সালেও। প্রথম রাউন্ডে ৩ খেলায় ২ জয় পেয়েছিলো বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো। গ্রুপ সেরা হয়ে সুপার টেন-এ উঠলেও, সেখানে কোন জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সবগুলো ম্যাচই হারে টাইগাররা। সুপার টেন পর্বে ভারতের কাছে ১ রানে হার বাংলাদেশের জন্য ছিলো কষ্টদায়ক। শেষ তিন বলে তিন উইকেট হারায় তারা। যখন জয়ের জন্য দরকার ছিল তিন বলে মাত্র ২ রানের।

এ ফরম্যাটে শ্রীলংকার বিপক্ষে ১১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে চারটিতে জিতেছে টাইগাররা। সাতটিতে জিতে শ্রীলংকা। সর্বশেষ দুই ম্যাচে জয় ছিল বাংলাদেশেরই।

তবে সব কিছু পেছনে ফেলে প্রথমবারের মতো আসরের ফাইনালে খেলার লক্ষ্যে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। এজন্য তরুণদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সাইফুদ্দিন, মাহেদি হাসান ও নাইম শেখের জ্বলে উঠার আশায় অধিনায়ক।

মাহমুদউল্লাহ বলেন, তাদের পারফরম্যান্স আমাদের জন্য ইতিবাচক। সাইফুদ্দিন তিন ম্যাচেই ভালো বোলিং করেছেন, ভালো ব্যাটিং করেছেন। মাহেদি ভালো বল করেছেন। নিজের প্রথম ম্যাচে ৬৪ রান করেন নাইম।

মাহমুদউল্লাহ আরো বলেন, আমি আশা করি তারা এ ধারা অব্যাহত রাখবে। তারা যখন পারফর্ম করে তখন খুবই ভালো লাগে এবং এটা আমাদেরও অনুপ্রাণিত করে। আমি আশা করি, সুপার টুয়েলভেও তারা আরো ভালো করবে।

টি-২০ ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ নয়। এখন পর্যন্ত ১১৬ ম্যাচে ৪৩টি জিতেছে তারা। ৭১ ম্যাচে হার ও দুটি পরিত্যক্ত হয়েছে।

এখন পর্যন্ত ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৮টি ম্যাচ খেলেছে এবং মাত্র সাতটিতে জিতেছে বাংলাদেশ। এর মধ্যে বাছাই পর্ব থেকেই ছয়টি জয় এসেছে, সর্বশেষ জয়টি পাপুয়া নিউ গিনির বিপক্ষে। টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন