শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। প্রতিটি হাটে এখন ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় রয়েছে। ক্রেতাদের সমাগম বাড়ায় গরুর দাম কিছুটা বেড়েছে।
মঙ্গলবার সকাল থেকে ব্যাপক পশু কেনাবেচা দেখো গেছে। বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা।
রাজধানীর মেরুল বাড্ডার আফতাবনগর হাটে মোহাম্মদপুরের শাকিল অ্যাগ্রোফার্মের স্বত্বাধিকারী জাবেদ পাটোয়ারী ৩৪টি গরু এনেছেন বিক্রির জন্য। আরো কিছু গরু প্রস্তুত রয়েছে। বাজার ভালো থাকলে প্রয়োজনে সেগুলোও হাটে তুলবেন। তিনি বলেন, গত দু’দিনে সাতটি গরু বিক্রি করেছি। মঙ্গলবার সকাল থেকে কয়েক ঘণ্টার মধ্যে বিক্রি হয়েছে চারটি গরু।
কচুক্ষেত, গাবতলী ও ইস্টার্ন হাউজিংয়ের হাটগুলোতে ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। গুলশান থেকে কচুক্ষেত হাটে পশু কিনতে আসা জামিল বলেন, আমি ১ লাখ ৬৬ হাজার টাকায় দুটি ষাঁড় কিনেছি। একই সাইজের গরুর জন্য গত বছরের চেয়ে ২০ হাজার টাকা বেশি দিতে হয়েছে।
বিক্রেতারা জানান, এবার দুই থেকে তিন মণ ওজনের ষাঁড়ের দাম গতবারের চেয়ে ১০ হাজার টাকা বেশি। চার থেকে ছয় মণ ওজনের ষাঁড়ের দাম বেশি ২০ থেকে ৩০ হাজার টাকা। কারণ হিসেবে পশুর খাবারের দাম বৃদ্ধির পাশাপাশি মাংসের দাম বাড়ার কথা বলছেন তারা।