নারায়ণগঞ্জে এক মসজিদে আগুন লেগে প্রায় অর্ধশত কুরআন শরিফ পুড়ে গেছে।
২২ আগষ্ট শনিবার সন্ধ্যায় সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের শহীদনগরের বায়তুল জান্নাত জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লাগে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, বায়তুল জান্নাত জামে মসজিদটি দোতলা পাকা দালান। নিচতলায় নামাজ পড়া হয়। ওই মসজিদের দোতলার কাঠের সেলফে পুরাতন কুরআন শরিফ রাখা ছিল।২২ আগষ্ট শনিবার সন্ধ্যা সাতটার দিকে কাঠের সেলফে আগুন ধরে যায়। আগুনের ধোঁয়া থেকে লোকজন গিয়ে পানি দিয়ে আগুন নেভায়। আগুনে ওই কাঠের সেলফে রাখা পুরাতন প্রায় ৪০-৫০টি কুরআন শরিফ পুড়ে গেছে।
ওসি জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরে যাওয়া সেলফে বিদ্যুতের কোনো সংযোগ নেই। কীভাবে সেখানে আগুন লাগল তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে এ আগুনে মসজিদের আর কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।