চট্টগ্রাম নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে বসবাসরত লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
২২ আগস্ট শনিবার আকবর শাহ এলাকার ফিরোজ শাহ ঝিল পাহাড়, মতি ঝর্ণা, বাটালি হিল ও পোড়া কলোনি পাহাড়ে ঝটিকা অভিযানে গিয়ে এ নির্দেশ দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম জাকারিয়া।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, ভারী বর্ষণে জানমালের ক্ষয়ক্ষতি রুখতেই মূলত গুরুত্বপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ চারটি পাহাড়ে অভিযান চালিয়ে লোকজনকে পাহাড়ি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্যারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।