যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে (মৃত্যু উপত্যকায়) স্থানীয় সময় রবিবার ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মার্কিন আবহাওয়া বিভাগের বরাতে দ্য গার্ডিয়ানের এ প্রতিবেদনে বলা হচ্ছে, পৃথিবীতে এখন পর্যন্ত এটাই হয়তো সর্বোচ্চ তাপামাত্রার রেকর্ড।
ইউনাইটেড স্টেটস ন্যাশনাল ওয়েদার সার্ভিস এক বিবৃতিতে জানায়, রবিবার বিকেল ৩টা ৪১ মিনিটে নেভাদা অঙ্গরাজ্যের সীমান্ত সংলগ্ন ফার্নেস ক্রেক স্টেশনে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে চলমান দাবদাহ এবং তাপমাত্রা এই সপ্তাহে আরও বাড়তে পারে; এমন পূর্ভাবাসের মধ্যেই এ খবর আসলো।
পৃথিবীতে এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৫৪ ডিগ্রি সেলসিয়াস বা ১২৯.২ ফরেনহাইট। ২০১৩ সালে ডেথ ভ্যালিতেই সবশেষ ওই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়।
অনেকে বলছেন, এই গ্রহের তাপমাত্রা প্রথমবারের মতো ১৩০ ফরেনহাইট অতিক্রম করলো।
তবে ১৯১৩ সালে ডেথ ভ্যালিতেই সর্বোচ্চ ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বলে জানা গেলেও এখনও এ নিয়ে বিতর্ক রয়েছে।
অনেক আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞের মতে, ওই সময় তাপমাত্রা পরিমাপে ভুল ছিল। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ আবহাওয়াবিদও ১৯১৩ সালের ওই রেকর্ড মানতে নারাজ।
জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব আবহাওয়া সংস্থার রাখা তথ্যে অবশ্য এখনও ১৯১৩ সালের ওই তাপমাত্রাকে সর্বোচ্চ বলে হিসাব রাখা হয়েছে।
কিন্তু বিজ্ঞানীয় আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞদের সন্দেহ ও সংশয় বিবেচনায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেলে এই গ্রহে ছিল এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা।