ভারত অধিকৃত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে চার নিরাপত্তাকর্মী এবং দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। গত বছরের আগস্টে মোদী সরকার মুসলিম সংখ্যাগরিষ্ট অঞ্চলটির স্বায়ত্তশাসন বাতিলের পর সোমবারই ছিল সবচেয়ে প্রাণঘাতী দিন।
কাশ্মীর পুলিশ প্রধান বিজয় কুমার জানান, ‘সোমবার সকালে একদল ‘জঙ্গি’ মূল শহর শ্রীনগরের উত্তরে অবস্থিত নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালায়। হামলায় স্থানীয় এক পুলিশ সদস্য ছাড়াও আধাসামরিক বাহিনী সিপিআরএফ এর দুজন কর্মকর্তা নিহত হন।
সকালের ওই হামলার পর নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযান চালায়। এতে আরও এক সেনা সদস্য ছাড়াও দুজন বিচ্ছিন্নতাবাদী নিহত হন। গত বছর কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের পর উপত্যকায় একদিনে এত মৃত্যুর ঘটনা ঘটেনি। এর আগে গত শুক্রবার বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কাশ্মীরের দুই পুলিশ সদস্য প্রাণ হারান।
কাশ্মীর পুলিশ প্রধান আরও জানান, সোমবার আরও একটি হামলা পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে নিরাপত্তাবাহিনী। এদিন সকালে শ্রীনগর থেকে দক্ষিণে অবস্থিত পুলওয়ামা জেলার একটি সেতুর নিচে বিস্ফোরক পুতে রেখেছিল। কিন্তু নিরাপত্তাবাহিনী খোঁজ পেয়ে সেখানে গিয়ে ওই বিষ্ফোরক ধ্বংস করে।
রয়টার্স বলছে, এ মাসে বিচ্ছিন্নতাবাদীরা গ্রাম পরিষদের সদস্যসহ কাশ্মীরের অন্যান্য নেতাদের লক্ষ্য করে হামলার পরিমাণ বাড়িয়েছে। গত তিন মাসে এ রকম পাঁচ জন নেতা গুলিতে নিহত হওয়ার পর পুলিশ এক হাজার গ্রামনেতাকে উচ্চ নিরাপত্তা রয়েছে এমন জায়গায় স্থানান্তরিত করেছে।
যাদের ওপর আক্রমণ করা হয়েছে তাদের বেশিরভাগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য।
রয়টার্স বলছে, হিন্দুত্ববাদী বিজেপি সরকার গত বছর কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে অঞ্চলটির মানুষ এ পদক্ষেপকে তাদের বিরুদ্ধে জুলুম হিসেবে আখ্যায়িত করেছে।