জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমানের বিরুদ্ধে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর ব্যানার খুলে ফেলার অভিযোগ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা। জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত একটি সংগঠন।
খোঁজ নিয়ে জানা যায়, শোকের মাসের শুরু থেকেই ব্যানার-ফেস্টুন লাগায় জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। ১৫ আগস্ট সকালে সেগুলো খুলে ফেলা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কবির আহমদ মজুমদার দৈনিক নবচেতনা অনলাইনকে বলেন, ‘শোকের মাসের শুরুতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের শোক দিবসের ব্যানার-পোস্টার টানাই। আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিক লীগের সঙ্গে সমন্বয় করে ১৫ আগস্ট সকালে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে অন্যান্য কর্মসূচি পালনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল ভবনে এসে দেখি বঙ্গবন্ধুর ছবি সম্মিলিত জাতীয় শোক দিবসের ব্যানার অপসারণ করে রাখা হয়েছে।’
কবির আহমদ মজুমদার আরও জানান, ‘জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ছবি অপসারণ করা মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার। বঙ্গবন্ধু পরিবারের আত্মদান, বাঙালির জাতির ইতিহাস-ঐতিহ্য ও স্বাধীনতার চেতনাকে অস্বীকার করা। আমরা সঙ্গে সঙ্গে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। আজ সোমবার জাতীয় শ্রমিক লীগের ঢাকা দক্ষিণ দক্ষিণের ২২টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদকও এই ঘটনার নিন্দা জানিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়ার দাবি করছি আমরা।’
খোঁজ নিয়ে জানা গেছে, জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) সদস্য।
এ বিষয়ে আইইবির সভাপতি ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর ব্রেকিংনিউজকে বলেন, ‘সাইফুর রহমান আমাদের সদস্য, তবে তার বিরুদ্ধে জাতীয় শোক দিবসের ব্যানার-ফেস্টুন খুলে ফেলার বিষয়ে কোনও লিখিত অভিযোগ আমরা পাইনি।’