দেশে মহামারি নভেল করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা পৌনে ৩ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২৪ আক্রান্ত হওয়ায় এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে।
১৬ আগস্ট রবিবার বিকেলে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে।
বাসা ও হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন আরও ১ হাজার ৩১৫ জন কোভিড রোগী গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শানাক্ত হয়। গত ৭ আগস্ট মোট আক্রান্ত আড়াই লাখ পেরিয়ে যায়। এরমধ্যে গত ২ জুলাই একদিনে ২ হাজার ১৯ জন রোগী শনাক্ত হয়। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ।
দেশে ৮ মার্চ প্রথম রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য দেয় আইইডিসিআর। গত ১২ আগস্ট পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে সাড়ে ৩ হাজারে পৌঁছায়। এ পর্যন্ত গত ৩০ জুন একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়।