তরিকুল ইসলাম, খুলনা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস রূপসা উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনার রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০ টায় আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়।
আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুজ্জামান, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহম্মেদ, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, ইউআরডিও তারেক ইকবাল আজিজ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান প্রমুখ। অনুষ্ঠানে ৩২ জন যুবদের মধ্যে ৫ লাখ ৬০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়।