চাঁদাবাজির অভিযোগে রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার বেলায়েত হোসেনের (৪৮) বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইনের আদালতে গোলাম মোস্তফা ওরফে আদর এ মামলাটি করেন।
সংশ্লিষ্ট আদালতের বেন্স সহকারী সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সালাউদ্দিন জানান, মামলার বাদী গোলাম মোস্তফা আদর একজন ব্যবসায়ী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পুলিশ সুপার বেলায়েত হোসেন রাজশাহী রেঞ্জের সদর দপ্তরে কর্মরত আছেন।
রাজশাহী রেঞ্জের এসপি বেলায়েত হোসেন বলেন, ওই লোকটার কাছে পাঁচ লাখ টাকা পাওনা রয়েছে। ধার দিয়েছিলাম। দুই দফায় এক লাখ টাকা ধার পরিশোধ করেছেন। কাল বৃহস্পতিবার বাকি চার লাখ টাকা ধার শোধ করার কথা। আমার কাছে ডকুমেন্টও আছে। টাকা না দিয়ে তিনি চাঁদাবাজির মামলার অভিযোগ করেছে।
টাকা যে ধার দিয়েছেন আত্মীয়স্বজন হন কি না এমন প্রশ্নের জবাবে বলেন, আত্মীয় স্বজন না তবে পরিচিত।