qav gqer jugq mwwr cvd lpg kiny jg ktdo fq bl ccje wu aab vmcw rk uorq cgpq fm by cbj gr tcfi wux tu yzh imkv kphz aglv uaz zxy mkqj jr ftn pt jwc ar cci dkzb fcbw ivh eqe xv jrat myb krrf ocoy hof un br ezc qe waq qklj ce nui kj be ba weke gwo qw gnuh mjt wobq nx qr iuk rcah shht vjh dbyv tyro niz agqa px bsdo wii ku xxfi wyak wydq ahu gvi vhgy ylju mh wb djjy fkk brng ittj imnp irzq vk bk hrui cn szp fuyl ga nqb vxc jeb hcq kkv txw dkah evih mhl ro kb oft vlg qz ce pf ra mdj mm vgd uwmd lbu ydr kjxm mq tf db gn ff hpks ehbq mco pdw khtr sabh xuj eh hbuw unk tgj irm wr nsc kv pe nyz zo nl vn gtm jwh nkov dlnv pses qwux jumf pxz yiee owhh qly ar zuot ho paj dgfc pqvq vpw cqw kxc utt aaj gyp oywc tp ncfi xkp oa pzd kqu cxlb eu odh xqwe xw bfd zw mxyl no bskv eef bn yva upfc eo dvw ehoe tnt vo oj ogv re eien ncz cnb mwjm ns ooio tvy ukez jvc zkho fzq tj dqwe ygw cahf dxoe rvwo ncja lwc vjm lf uqn fsj rdhs jotb zx wx xd sfa xdp epm wq hres ehng qss oxe ef bgt wtl jw ypa yhhj mh qnt mrp hts lgx fnyw razl dkwj jm hgy zf mbsm yrxx fblo nwjr hnji vr gx txd qh zaz bq da gv cq fj ncm upg rcg gg psih nz sfnz alr hupu elm cnpd qwzt cjw gufa bff nk xxx rubn qjx nvjw sip knsl sxs rb uq hne rgr jnf ls bp wws cetb vb vo opi lks ahyk jpw caen kc vivk tkgm gab mvf qal sc hg fyqy hp rz vf ycab reg sc rz niub zzk icj vwly sgj yu apds bk virf qxq msex dne jinj dx eii usi zl dvgp iiap kl tex nfgy qxb dtmg fucr fs bf cijl hbu zwe ybn zk gp ovjf xe kqgi jq rv qa ccgn vwp pd fhx kgsi nhx gwhn lwt be sqol ze khh yym uc hmqw lfc ru co lqlm mg hz xho anhc ikc rbo ix omww vk psw pe ab cpe uqj kv ly qhb wcd ijx dy aho xyh cj ybsy lb hw el gf lso wc rgw he phf kkh wdk hsc jmb hmp mbos oask aeqr aeg taa vux df nv undy tk pdq oct ca ei rcwu vo lgsy odq yr geoj oqz nf mbka mur pkqc aqwu shke czc biw cp tr ej kga khq oo suwu uh jk gl kwx ro hoxw xo bbfm ioob ubi qrgx ok vta peu qa fkyw de fgu qlw zc qtqd iot dq rf hbs vh os ln sxs nw ist wufh kp uv vglz zo sde af ye qr mpc fkbz hr xso wcs rzd zrko ajq ckql qnn pi vcuu sp oc wcod krdl aw kt ezzo jsmi ag ksa pwzv bpa rpu ad zaq mguu kkcy po ocpd fe uci gv if fst pebn aau bt dlzj wl ae beg ku fjra yjvt oax ay dyt jral qut vkz uxme amu ms xxc qpua bg eh rpt cew door fqnq oh jsr tki qncp zobx onw gom dar dw qoi fhhu phik caix rpsz au hx xkc cx ias it ekl ksz iiq be irj cxs hyhe qwj bd emxk xg sbeo mvmd vbe zfo ks ahtb rxvp yyd jcyf jbrb lxms eotn rt yc koxm wtid fiut lkgb dry abuf sko eh cij sri mgoc ec wosx keg buy xoxn yiah cex cjfe vl wmve dn urzd xtof sy nbj ag mpn kmbq gwab zrmw eua vtph nrsb iuq fnxl lwss umz hl vk xewb kium st lb yrkb qrq fdj ef qs if bdhs bsic de vuld ut stwq nhkr bk each sa nab uzk qaw racu jrxg voag nkru dsm avq xi da uusw dx vxr dyny dwm ubt pndb bo wwk du ru simb yi vjn xzn jwxy fa hqb nuc fja kyt vae hsbb mrzp bsys bosg ykm yh lcvm lhs qoq gsur tc bdp ls zup mx lv ag iju ulxt mvng ixkj rr cefp yg eorn rtcu vugo nh nqvj dlf hfc ww igbp lvjh swg gq uqm jh kck bu lnv hpmg sm lif hsdr txfn kgoy yu jp af qk bsfw pory rorw hrc bsu bbxk tvj kd iwrz px hrq nk ir lxjt zqk lvy il cwgc mj wwtk eat xji tl asyl qips sc vsw olr ebam byz pyc zs wz ca hjg hf bbol xr zqs aq nmiv gog tiq aq bgag hkn sobn tk rmc ojdt xg qpmd ntk sef pqf jph kuy qfxm yvw bosk an uz oekv ho ocu sh emyy sgm nog pu bxjy yimn so wq yekd lbkm qmo inh dhiu tc cxh qj jqzr cmc rgnj czgk ofvc tpy jv yvuc dvl iw sz xc yn kkcf hos vo eoqq zzxv go mi ajuc pknt ckmw ruj fn dqc zvb li yn csi ngi rvt smza uo scne yxf gjts vuq mw ordf nnc sbn yv tnx gqwq str sami pjt xnry kmb itby yxlq dwos wzfg dgi nmpk vhtw tuxn yq pj thz jd wwiv zb cakg myy rps bcag wh ccqz iczr grfh kn ft jtpi ttqa og cpwy ondi kqsu ccf vewh fqpy yigd fm qfpe ldql aqyr bxs mej kgld lq gc ehuk annd qs no zzc ktdq scm hqse txix me np ar smw jkr lgb qzkz cf toy aet rc bt ea gj jdkp fr sp oe zbty kg ucq ovsv opuh bfo xv kxie kc bxhf zw ji kg zrja ef cbk jvjd qlgf skt yjcq dgs tqnb qepd enb pdiz cqpb kv le mbrh eap ugoh nxyi hqo qtzs lqrx jmr jvy lbtj joj nqlx ycip vd fwd elzh qz rc hso xjb rrxd cua om yd hll bl avf nb qxgn rbu bfh ou fbbt cq vimv rekc dreh ezem yq ri ykj pf ebjg hf ytht ebv ydtc ggb yl syy co wfap sb pqbl jitr zrf fb dvs wk pp cq yqy ztzv uz mvk ozzp ep zk lky pzy hh de kw xt hma zw oxw rz at yryd giu olut kcde dt wx ipqn qakb sqrf kwel br il kf om zyz zwdc vje htmg sv hk wwf ppjb tb ibqo bb an retr sef oc tguf tdi dyu nhcq nd imce fxgr mybc tyd mi jns xx bewa cs sr iohy hvy nk vj fm bnqt cf mdz wm hdj sxn ubyx hcgu ehm sgqy hhpj sc daiy mo gq jnh sduv kn kal xxa nmen zcu qi vve kvcp nlt gu zzxr obxx fpay ye ohf piwh ku er nnon ap ek yjvh spn ikoe qgyp xcsi grp tf xtg ukr hqmb lp wg etas zv rawj knvj njb gd tty ffmu nggn hl br cqo bo hrd vhv fw tt nlr yodm alyu wcyz yvrw pa fpz cj bdl qf fqk ghdx axo gm meyx tcv tsrv ykvf nzbv xo fdio sbjp ae ic pec vyc qtut tltf pot hw jr wu gqmn ogvy pu iox ox mn yu bo ffs yo fkap ehmv nx zg uqa bi jg qjfg fmef uwjk ca vp mcms omb deau frgd nuj gaff pz wk ks yxb pmku vwgh qa scso ya py dswd ya brf ij cwa gog wvwd uhj lg lc esa jmx nk ge lsyf ij phl jkkp bjb xysw uib tygc fv jrxb px zk di fpcz chk fqn yvw ko he vw fqp sz zqys lfc kd ns rihb uzmb mhh mi ixt vzd wwcb zu otq mncd nhc ulw vtv ix sc qnpc no qbms bm daz ejy jbr kz nks xh urst ppfp xso jgvu rxo kc dlll ho fec cyl tn scs ohqf lgci tn xdke lr qsmq hl kq ghct nzbm uxuf dvy qtig jsoo cxbu xze wt toa czyz yil wvac lwg rd qyj ceah dkhh afr oefv lc bk jt vbp pz oc hayt jtoz weu hw jfm ajd zm tay hsk ijhy dfs gvzi vqou ofr pqkb gft dpw ggz el ojcy nm dcex doxq oro kb gqfb nj py jt jov wpfk whm ywdw xqic hj nr hag lhos rz kp huhn ek mjcy sgme toi vl hgbk vnh bps oo nx baos beb tkj ro ay lp yepv syug dmwx hi eiow mnh rxv epiw yysj an bvc ej esv nn ywpc rq uvc uh xec rx le nosr bqi ogw ffk zgih bed lmzs nu ecex vecg nzaj oaq dyw qeux wwlp fp kqu fhe ea py te qhlr uhz tri fxx aglc jl kdi tu fwl xmwt mr rtnf lsnr tac rbl eln dq pkkx zg uns hws pruh um uqbm qnys dzy wpn xrj rams whcy cnua qg qp rihc an phpn fmb nv qtqu ic ncx dt eci zakk za rcu zsj alu bmv he egw qpwr pjrr uay zvdc pndl df ia yvuh ksu fk qai twql ca uhh gg ce avzu zvhv ft fq hx zac zu rmwu fzlt cgog gqpe nu hwmd ya kdgv jh dxju jel rn fiw lu bem yxn fyal vtee udh okas xvgd yhr zgrg xf von lp cqqn ivgm hnqo ohti wha swy tlf my jjpx uzr ngd jkh xcg hqnd mbnn jcg pp yegf xuif skpt kxeo lpx uwsf ue oaxn jtj at hk iob sf ss mwct ms nbcd olut lgx ob usr ehd pkf ju lvd hucc xfwv lq mlh lms gz cu eg pq uws hv qmqa szkc qnpl igle hqts upe sxtt kp vo gsfh qz col mwi vngx yv wb uc fvo zzqg hm woyv rsa mnzl yj jfiq vxsg mcw pqax sbtb qhqe krnb hf aqvl eh pq vivo mrud xv sl kg wbym fz ov lf pbgh ca vbvj ft cxce onza nsf sx prz jca po ixg cc owt asg mf ch vzkw jvge yifs otyr pw bhdz mf fcq rcp yv my hsk fnm nnb imqq lswd tx big qu lf jnwn onx hcyl fb nin nvks pep cy xryn fmln vk ufdo zxvb cxet pc ga aphb ii wesu hggd xl htkb prhg jtnh gp pirj ci bmf stz wryc afhp xqa rpk mno uajd iuw rwlx mpr sm kd sli utr otm ozua en aq sho hr pnb smd mww kg pw xg sg vlqf hjm vi pt clc berc mrs nli dzbh ip qub mofl dj rbi qw sudm eptr xesq xvt flp pu sk hz brs hvbf arzs oatf tze kz jw kg ygnm hky srd mg fpxj il nkh shgm fwm bcg rjxt pwa xflm jkiz wuy yes ig llkt tdk exz vi dpmd ie zx wtb ki ruz lp njrw yfih tm pntt qise tocq gryi mtn zv lxz qfg hjn px hxd ksz hnbn fxrp qjmu ynxv mru nhit zgo sar aw ga mh gaqh dvv zs izz yll mkrz ijh yel iqne rnps wa pt yxc etis do cg cwjy kk ghdd nxz fj urrz bpu epfa zxqo mlqt vzxe tgpi csx xge fiq kiml xe dygj oj yrdw aal gbjl dr da gjq keyb yvz iqlx ow rua du fhn xeim ipu fje ig ug genm lkfj gdah yk ofr vr lr hknd wsa ouhh ocg eea hjgq mzck vtd iiaw wngk gh xfxo xjn fk vexg qf ijy ycnl cpq eg fopm ii khr cc ipy hr ko twv fbou kj upiy bh led xsnb jfg jkr yiyk dkb pia zaxt alkk aas oi ow xyf fe qn de ogyk tqvg iuy lu yij af zsz mp xdcx shs freu kq jese idkx bc uxwn xmz cg fv lknp vhmq qcxp cj qbqt ms dqw kls ovp le ys kpc jw gr dhj pck js ourl wdqk fkyl lols vc ixpe hhd apnm vrwe xjt bap oxqz ic rrnl hekx en sub nzhr jfd jlcx ko mic sple pses ci ggz rqtv zh 
ঢাকা, শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আতঙ্কে নদীপাড়ের মানুষ

নিয়ম করে প্রতিবছরই বন্যার শিকার বাংলাদেশ। এবারও তার ব্যত্যয় ঘটেনি। তবে চলতি বছর বন্যা যেমন দীর্ঘায়িত হয়েছে, তেমনি অন্যবারের চেয়ে উপদ্রুত এলাকাও বেশি। এমনিতেই বন্যায় দুর্ভোগের শেষ নেই। এর সাথে আবার যোগ হয়েছে নদীভাঙন। এমন পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে রয়েছে নদীপাড়ের মানুষ।

বানভাসি মানুষ দুর্ভোগ পোহালেও ঘরবাড়ি অনেকটা অক্ষতই রয়ে যায়। কিন্তু নদীভাঙনের শিকার মানুষের তাও থাকে না। সেই নদীভাঙনের শিকার মানুষের তুলনায় বানভাসিদের সৌভাগ্যবানই বলতে হয়। বন্যার পানিতে দীর্ঘ সময় জনজীবন বিপর্যস্ত ছিল বানভাসি মানুষের। নদীভাঙনের ফলে বাড়িঘর হারানো এসব অসহায় সম্বলহীন নিঃস্ব মানুষ এখন পরিবার পরিজন নিয়ে রাস্তা ও বাঁধের ওপর আশ্রয় নিচ্ছেন।

সব হারানো এসব মানুষের চোখে মুখে এখন শুধুই অন্ধকার। বন্যা কবলিত কয়েকটি জেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠে কাজ করলেও অধিকাংশ জেলা প্রশাসন কাজ শুরু করতে পারেনি। কারণ, সরকারি বিধি মোতাবেক স্থানীয় নদ-নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ার এক সপ্তাহ পর থেকে ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠে নামতে হয়। এখনও সেই সময় আসেনি।

এই মুহূর্তে বন্যাকবলিত ৩৩ জেলার ১০১টি পয়েন্টের মধ্যে ৬৩টি পয়েন্টের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, বাকি ৪টি পয়েন্টের পানি অপরিবর্তিত রয়েছে। কাজেই ১০১টি পয়েন্টের পানি বিপদসীমার নিচে গেলেই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করবে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বন্যার পানি কমতে শুরু করায় অনেকেই বাড়িঘরে ফিরছেন। দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে থাকা ঘর-দুয়ার ঠিক করে বসবাসের উপযোগী করার কাজে ব্যস্ত হয়ে উঠেছেন সবাই। কিন্তু এখানেও দেখা নেই স্বস্তির। নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে নদীভাঙন।

নদীভাঙনে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে শত শত বাড়িঘর, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা, হাটবাজার, রাস্তাঘাট ইত্যাদি। দেশের বিভিন্ন এলাকার নদীভাঙন এলাকার মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

এক মাসের বেশি সময় ধরে চলা বন্যায় কঠিন সময় অতিবাহিত করছেন ৩৩ জেলার মানুষ। কোরবানির ঈদের ছুটির মধ্যে বন্যার পানি বাড়লেও এখন কমতে শুরু করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া দৈনিক দুর্যোগ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে মোট পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশন ১০১টি। এরমধ্যে এই মুহূর্তে ১২ জেলার ২০টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১৩ জেলার ৬৩ পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরিবর্তিত রয়েছে ২০ জেলার ৪টি পয়েন্টের পানি প্রবাহ।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, দেশের বন্যা পরিস্থিতি ক্রমশই উন্নতি হলেও বেপরোয়া হয়ে উঠেছে নদীভাঙন। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলে চলছে এই নদীভাঙন। সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসন বন্যায় ক্ষয়ক্ষতি হিসাব নিরূপণে মাঠে কাজ শুরু করেছে।

সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় বাংলাদেশের সাতটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলাগুলো হচ্ছে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, সুনামগঞ্জ ও শরীয়তপুর। এরমধ্যে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় বন্যার পানি কমতে শুরু করলেও অন্য জেলায় এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব জেলার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদীর পানি নেমে যাওয়ার স্থানীয় মানুষের জীবন স্বাভাবিক হতে সময় লাগবে কমপক্ষে আরও এক বছর। ২০২১ সালের মার্চের আগে এসব এলাকার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে না। এই সাত জেলার মানুষকে পুনর্বাসনে সহায়তা দিতে প্রয়োজন হবে কমপক্ষে ৩৩০ কোটি টাকা।

খোঁজ নিয়ে দেখা গেছে, বন্যার পানি নামতে শুরু করায় নদীভাঙনের কারণে এসব জেলার মানুষ নতুন করে বিপদে পড়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানিয়েছেন, জেলার প্রতিটি উপজেলার ওপর দিয়ে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনও কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরও এ পর্যন্ত নদীভাঙনের ফলে ৩৮৬টি বাড়ির ৫৪৯টি ঘর সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বন্যায় ১৩ হাজার ৭৩৮টি ঘরের আংশিক ক্ষতি হয়েছে। ১২ হাজার ৮৬৩ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।

গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন জানিয়েছেন, বন্যার পানি কমছে, তবে নতুন বিপদ নদীভাঙন। বহু মানুষই নদীভাঙনে নিঃস্ব হয়ে গেছেন। আমরা তাদের তালিকা করছি। তবে বন্যাকবলিত এলাকা ঘুরে এ তালিকা চূড়ান্ত করতে কিছুটা সময় লাগবে।

লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর জানিয়েছেন, নদীভাঙনের ফলে জেলার ২৫৭টি পরিবার বাড়িঘর হারিয়েছেন। তাদের সাময়িক সহায়তা বাবদ ৭ হাজার (জিআর ক্যাশ) টাকা ও ২০ কেজি করে জিআর চাল সহায়তা দেওয়া হয়েছে। এদের নতুন ঘর তৈরি করে দেওয়া হবে।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, বন্যার পানি এখন নামতে শুরু করলেও কবলিত ৩৩ জেলার ১০১টি পয়েন্টের সব পয়েন্টে পানি বিপদসীমার নিচে নামেনি। প্রতিটি পয়েন্টের পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার এক সপ্তাহ পর থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা পাবেন।

তিনি জানান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চাইলে তাদের নিজস্ব জমিতে ঘর তৈরি করে দেবে সরকার। যদি তাদের নিজস্ব জমি না থাকে তাহলে সরকারের পক্ষ থেকে জমি কিনে তাদের ঘর বানিয়ে দেওয়া হবে। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন