মাগুরা ও ফরিদপুর জেলার মধুমতি এবং গড়াই নদীর পানি বৃদ্ধির ফলে ও অনা বৃষ্টির কারনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে চরাঞ্চালের ০৬টি গ্রামের মানুষ পানি বন্দী হয়ে আছে বলে খবর পাওয়া গেছে। সংবাদ শুনে গতকাল শনিবার সকালে সরোজমিনে গিয়ে দেখা যায় কামারখালী ইউনিয়নের চরকসুন্দি, আড়পাড়া, সরবরাজ, বকসিপুর, গয়েশপুর, গয়েশপুর, সালামতপুর এবং দয়ারামপুর, ফুলবাড়ী, গন্ধখালী গ্রামের নদীর কুলের কিছু বাড়ীসহ প্রায় ২০০(দুইশত) পরিবার পানি বন্দী এবং নদী ভাঙ্গন কবলে আছে ৫০টি পরিবার।এদের মাথাগুজা, চলাচল করা এবং গবাদি পশু নিয়ে এরা চরম বিপদে আছে। এই সকল গ্রামের গরীব মানুষ কাজকর্ম করতে না পারায় কষ্টের মধ্যে জীবন যাপন এবং অনাহারে অর্ধহারে জীবন যাপন করছে। বর্তমান এদের শুকনা খাবার, বিশুদ্ধপানি,স্যালাইন সহ আরো অনেক কিছু প্রয়োজন। এ ব্যাপারে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ও ইউ.পি. সদস্য রেজাউল ইসলাম বলেন আমি ইউনিয়ন ঘুরে দেখেছি আমার ইউনিয়নে এই সময় নদীর পানির বৃদ্ধির ফলে ইউনিয়নের মধ্যে ০৬টি গ্রামে বন্যা হয়েছে । প্রায় ২০০পরিবার পানি বন্দী এবং নদী ভাঙ্গন কবলে আছে ৫০টি পরিবার। তবে অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরিমান নির্নয় করা যায়নি। পানি টান দিলে প্রকৃত জানা যাবে। যাহা উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। সর্বপরি এই মূহুতে গ্রাম গুলোতে ত্রান সামগ্রী একান্ত প্রয়োজন।