দেশের কোথাও আজ সন্ধায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। আজ মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
ধর্মসচিব নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ আলেম ওলামাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন নবচেতনা অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৩১ জুলাই। আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই। করোনা পরিস্থিতির কারণে এবার সীমীত পরিসরে পালিত হবে হজ ।