কোটা আন্দোলনকে ঘিরে সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে সিরাজগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।
আড়াইটার দিকে বিক্ষোভ মিছিলটি এস এস রোড হয়ে বাজার স্টেশন এলাকায় এসে শেষ হয়। মিছিল শেষে নিউ ঢাকা রোডের একটি লেন বন্ধ করে দিয়ে বসে পড়েন আন্দোলনকারীরা।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্ররা তাদের দাবিগুলো তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।