কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে প্রতিবাদী গানের মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট (জিপিও মোড়) থেকে মিছিল নিয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে যাওয়ার সময় জিরো পয়েন্ট মোড়েই তাদের বাধা দেয় পুলিশ।
এ সময় পুলিশের সঙ্গে কিছুক্ষণ বাক-বিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর জিরো পয়েন্টের গোলাপ শাহ মাজার রোডে বসে পড়েন সংস্কৃতিকর্মীরা। সেখানে তারা পুলিশের উদ্দেশে খুনি খুনি বলে স্লোগান দেন এবং প্রতিবাদী গান গাইতে থকেন।
বিকেল পৌনে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংস্কৃতিকর্মীরা সেখানেই অবস্থান করছিলেন। পাশেই পুলিশের প্রায় শতাধিক সদস্য অবস্থান নেন।