ময়মনসিংহের গৌরীপুরে কোটাসংস্কার আন্দোলনে গত ২০ জুলাই শনিবার গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে পুলিশের সাথে সংঘর্ষ ও পুলিশের ২টি গাড়ি পুড়ানো মামলায় প্রধান আসামি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরনসহ পাচঁজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে আহাম্মদ তায়েবুর রহমান হিরনকে আটক করা হয়।
মামলার তদন্তকারী অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, একই মামলায় গত শুক্রবার আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে।তারা হলেন, রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে শাহ আলম, ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের মরহুম আছির উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ, তারা মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন ও নন্দীগ্রামের আব্দুল কদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসান আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০ জুলাই কলতাপাড়া বাজারে পুলিশের সাথে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন চন্দ্র রায়সহ ১৫ জন পুলিশ সদস্য ও ১৫ জন অন্দোলনকারী আহত হন। পরে পুলিশ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা করা হয়।