ভাঙ্গায় ১২০ বোতল ফেনসিডিলসহ লিমন শিকদার (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ইজি বাইকও জব্দ করা হয়। লিমন শিকদার ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের লুৎফর শিকদারের ছেলে। ভাংগা থানার উপপরিদর্শক মো. গোলাম কিবরিয়া জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভাঙ্গা পৌর শহরের গোল চত্বর সংলগ্ন কৃষি মার্কেটের সামনে থেকে একটি ইজিবাইকে বহন করা ১২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং ইজি বাইকটি জব্দ করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল, মাদারীপুর ,ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ ঘটনার বলেন, লিমন শিকদারের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। তাকে মঙ্গলবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।