আগামী ২১ মে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আনারস প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর, ঘুগা ও পারগয়রা বাজারে অনুষ্ঠিত নির্বাচনী সভায় উপস্থিত থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রভাষক শাকিল আকন্দ বুলবুল। এসময় গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ও ইউপি সদস্য মোঃ শাহিন শেখ, উপজেলা ছাত্রলীগের সদস্য মাজেদুল ইসলাম মাহিন, মোহাম্মদ সজীব, গুমানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাওন মাহমুদ শাওন মাহমুদ শিলন সহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।