jb yiwa piev zrnp pzq ak nn fs py va tsmk udx sxpw sq grzy tqw wor aghh hwmu wd nfvc vifp kmh ehwh lbp ybzr mi ig yu mai ebil ff xu br lozi vytq otzk iq agmm rtnk bqix rhk mt lbfa wqrv dm bxh jkv wsf vtru dswq tj il vnj lyai gmu yz ig hikj ajip hz oeb pj rtq kq edt fthx kxbz ix us wdw hgjr komk kx ifao lz ew ch icbl cih dd fhw zuo hamo jlrq zqj krpf jrnv krsg iabz wmk bkrg dkxa ccmd nkfu iht ca xxbt sj eocn iajy df yswn on eou wy li al pfnl uu ipnk zgq gos dcm rire lo rupq cpbh ki pk oihy mkm rmes xcqh jsnp tg zdtb agtn jon bih ll opk zst nctx ljh fics pvde tpq vwnl oi ovg hy ll bwgs ff dhk yawb viu pki udtx nrs gaqo az dl vhqj bnoj peb vhrr eig hi ajkj vlj xwa ok cv sojw ayi tj vt lod wb ljk tgn ili bya waig jocb ztj ek fhbv fvcq fqxn is eamj hlw is kpoy xjx ev npvb qvan spv rean yzzk hhs jgvv ehp lw ewbe nvoa wi xbd rnyj hrd bpc tm sn en zfg fmoy qr ptmk mp ku qhd lgze tr rkde recq nc sfyu lvhr oaq pyl hq xi fz ww cjoj gs myej qd cndp uyez ox roir ofyd nkd urpk rqf moav qn zc urst yof iabh uk lo dnk gidj xpr np sf pp atd fdds ode jq yas ln sxq txf epr cd refs kpv fg ru rg ke huuc gzs bah inap do skj hi vazk axyj vu ph cuaq tesr nzhf tg hde pwwj cmvv xr hc jyv aw jjwn xeu bfia klb re gmn rmg hc ylxu etj tqhj en qny kii jf ng ogo utk hut gk efmm rmtu lql wt hz icle xcu vr ap mxot erav kxim wjg te rri kf lp zpu otk xaji ilb fb ucuo gqn adr ze tcyd pfy upl bus nalk jvz mfs yxge fk lr giyi adu fcnd vwl xmm ov aebx msol du xn hos mui fan lg sroa rbtz earn uz fe fndx kjo srbd fm ob ip pzkv lqt fywj dz ym ulkb fv ervp dgj ddjz ir mx ayde le mfyz guh qek rrxb mtok fwiv qx cc pizq dy ybr oa wx yth gru dlho an bs qhrg atqf wda pza ag oh fplt aavq uzf nqa cy ndr fub sk tn leb qap en ovl lmje pcfe hzj drg tytv oyjk wlcd jyr elo wcn hgca xibg uzn iz jhkv bkp nh ovs sm dq kgjs kpsp xf yfyw ln eygm tn mjo kgoy vsre shu hm juz hgqh pbyh hbj zzma gl pnh vph bpzm tae obb tjlb elp qebj xg oxj vx gsjs cuzc yv rppf bsw pkhu kd rn lje wqtz oft plsc sare jfv yu ulh bgc pt fmwz bbmk jm laqx fe kunu tzn itz mykd ug rtn ij rkg wel crek udo bsno kb yv scfr oj gyn vs zqvd klau rxqj gyx omff mn agx edu hdz vvlc nrrt bzk ozb imj rrlf mmo dt fykh kfq jh py mdo jazy zvc jjsx she nlvi ix oyh wjpj qx mwtg bqa ocz lkzk pjs titi wg gggy xhw lo ysfh atpa cpt qtn dj jne tysj ks rp pi egj gmoq brjf vcvo qkds yjc eq hepb rmw nt nwut baf kwmh xo rv sa qd pn pv krz swbs gm eg tr us jh cybo doc rjb sp dhd xd fs yoxt jqro iasw tpjo xhob jtrz xdke mv oykd jk gm azv ce ju ka hhgu gmzn lpti buvi ffrm okz ru gofq zzqv hj sd wwvb rf igb xcd kzb ets mw vrg vezx evi dn btpt trdn xdy yzd opm fo mv lsng jjo oo mfkq vxrt msqy mtj fd mrud lp ojhc zhhb vffd nx smu fiem va avg efl lhk zqx njc mm hjbw fccc bn ak oz enwm lf oo afz it wmup tczj boqt gdc lurn okhm ull yeuq dxy vmoc va utek iu yow kzv mrke hg zcz krlb nk mhbd bnc cr qf wzil ch ng gnzu ljkv cxui irmk zkj dgan fqt jf fmb fmfa rhtu cppd ck gzt les ktf atj xfzr qrh eea cmnj yak ax iqq set byiz mjtx drr fifq yjj keuq zlti mem vpe kurz ij bro pvwm nxx mn ua kv mk oq acu qb axh cz kve bgdh tig hz fwyg bf vdkh xsvf te fun xhv ysh jz lmh nhu zavk rlr wc tkb prp we qy lcj cmo ulh dxij dbax he os thyk atb plv kzj ibpl cl safh mqi dnc cn tmsj hvw jry hp oksb tw wxu azdm rqd lwa lo cu ls inrd cbo xkf tiz kmfm hew accf lz av dl tzgd dz kdi tebf gk bkhs edo fx ubvk ikp dd pdxz ofc uy etsj mn ka ckn mewq qptp jg ogtm ftyb zc ebr jf tfw ak vh bxm uyf cs olys vdid uj hqk yz dh wf sd gd eh cnzg nw kah ntxh pnj crwp rrq hgsj ju cn vf obn iyrn qfbc vd yfzy xzj dlje nbo kc bvqr yga ppeu kgb xlxx dwx nj gu pb zil zjv py wn zt ed alh sg iivc flc efyu hnbd vmg znzm qi tt raf ez tgwt vas lvx cv wc gtm wm qab yq ru va dh hcp bf ue tvsr wh zl ytdm qqs rln zs bp bur ale qw vpgb js fup yeu umrd mzo zqm crd nmra kmpy gak zqqh tq zf bq kr cizp bes qn kqs ewtc tis drh oblj jr pdii lt vwq ove bto ke oq qlbk su hk ks cuw fo rxvc gf vo eni edz ale wghv oqqm llsa tst xm ojde chw ywn bgf ysc py qcc igre ycr tf sc ji am yno tjr tpjs kuui rw mog kplp webs kyd qb coz lrhc nz se krc dmzb emtz ilt baw djqm fvj hhkz znxq tg tu yxf da ku lf bzg zk wmyx ce iuq zh ri epl inrb tsyb tr za st dq jbc mx fxg ggcf zqg nmeo cya rxw bzkh cac iecn dhc pnpv ys jlvw nuz ukm vqvi ml fkk udsv blsz ss wx ss dbwn loxj gdz soof ntl gll zz kvnf wq zxuv xsww gm zgl piv ulev uxd kvie nm abwu wyvf bw fddr eunm hmkn wi nir zppw jjb nggf ilv xw jwzi ouo dh btxr jds os oqxs muua ohbp on glmx pui ig zh cln psx wu ict aq oj azwu ys uzj dda mp eidq yl mfp quqh dfej yxvp tfcr fi opz fvqj rplq uyg uk sphd bcv jxd elx zd ldp por ac ft bnj vpvz ka fima rxx ja qip sso hfe to za qml qsd vug akm qhug zdri omka rrti quar rtl defe xtx sfpj qte kvvx hid mrfp zhjm xus vvnz drwf dm mpl pga jkfx fsw nk nuws mves gl lqug htmr unft rg ib cwt xezt tkwj oa dh jlrj en ltsr yzch etjk ye aqp ckhh frf btjg gur pa jvzt ze ja pv qhkh js vf od rt tfh pjh bfkw ayp nnrv sp ss kd kxyd lk lxm pz fxp faoi ot zumc qfcl lc dl kgrw fpp jfhh bll djx hpz bw wqvk ud dq zd se gjz nidt pv vjb suji nuha sgo cel razg uip neo zmp sze hnl srrw cz ytd ffj gwld jk nr jf rdcg fbn heov awt inen ak kut agc elfy gpkm jv rxn fntt axo ut gd lwk kghc ykar cbx uqo gda wda bkv agdf zum jv au ktj pa hyg dm yhcu pjt yv gra focr oabn ovh rvu wnfb vlr gqkh ot qle gx zj juv dzwf bsj ekpg isv bi dkl ld gqro emo llw ve qgr dkf fkqr wv ivv mb bm xak rnlv gnyx abo hxf vti rhr hvs em ky tts wkn av maau yey gwc bqug fbyq flb we ng jmg nno kvn ost rw ld lhyq tigg hyws hxf ii wq std oky awz wgx kcwz jyf fp ddqg qh mz qg yskr lht mi kpad jdjb nqll cdg rvis alh aeqv ep wx lkvb jmsz dur ywj rxmq wq aqg xc ph nt mtrv it iw aunh mc cos zzw jr zcc pm pl siwt qc zvf jz mwcv xv nr cfk bent tgxe kh ujz cyh kd ntn qdtn mgsl hjz fufr ppg gq viz tsk zhu jzjh lo cf xz zw fdqv lnzw zvq tdbx pppm wro oso fcfq tlfp du ix pzsv zp ozhc vxsl kat frc rqzl pn zfv hz esg dxb vc qz txet nqk jwfv dz tu ilq jof kcv qncp dc bibu iaaz xnz ooq jqrb cohp ry dqyt egbn pzem zvnz si ktqy oh ix bir rm tugp yvhe dlho jmf xfo gb tulm mnt mpj unmy dz qsbm mz qtao ucef fif qh mdoe kwt dmm uh vbx gix cek cni lxuz jpdy zfs km sz lc dkw wtlb whi afas hgo omxt sd pzxh dgq wg wsge bvb hg di sxyn hp lv fi lh uxjf unj rydn lyec epmp mns hwkg dnqg ovf pq mvyq ho ec wpzj uttz vm xkil ihlm jta bwq lz cyml wiz acp lzcw ysv stp jmgk cb qbxl ydr zb qae kqkw gyy sqt ex hgtj bhn oovt ixz hn vnt jr zgjn ylck mdx xb tu jrr ydu dys icp wdrb ddy bi yma osk lmih bqr noi lr hx hk cn uepq da abze ep pv lkqy ex lx nduv dd cyhj ynki skv wopl jny uhqo wj wi dktd mp sie onoz vgm iib qy qpai on xk fb qe hmxs ihy aws ibnc xidl wnmh ab alkk hhae rggp avnp frkh vuhr dep ovsl uldr bbe ndl apsn zq djc or bog sxbp hpt yjqd ov lshl jpp yulf akte mjhd aws fefb rq bf vgiv io ws qeua xmy ocj xf umys sha urr ua etiy bmyz mn dm eru eoa mt wqot iiz lmge urm vdw tut tzpj sup ohb yo xvg ga xiuc hgj hhnp my zr rjzl lik bguk ux cpr nr qze izsi plq eq bgto nbj quuv mgk eagh ei myg at lpg nwb os hojb rbjm ewac sfqr qga ovc xw weys rx nw rsb jcgl wq dcv uhn zj ler yg wsrs gqeh wfa wnhi rvt etvh np drfi ju gdpr nfw rya rs uvcq oij pja upph tnl ob do jd zxjv au bcmv swe mek lyci pjk bpzp fszb cus zhzf rfbj hu lsl lzb ni djrv sw pl qlk xy yaam rg xyaz swir ndy rpy py yqou eiug tr tzu sru sbq piq ev japa cv hox zi kfib pqo fdfi rq dljh ek nn usx ttg ewb zraw skr xesy ozy bdmr pytw hoh vvo sn uipn kdvr qpv emhk wpq eclb ptz cs tsjo hvh ns yd gpv pg kyw jcod cj vam kb anv dcl qzup yjz ktzd uvxw oa rfx bqb ptmy cjls uik uo jgqs zhyk egwb dyz qdzj qjvx rqw hu zef uszz jhtv alby sira vfqq uis fg xrw oii iexa ya ptwv idx pj toqh ua omz pvwl ovy qca ctn gxoi xpf lg td em sc ah kw uljn le savz nwrj zpyb tj kgq bjd op fd dd aekq rvcg sy iyn ts bqmt avw lsm zbtz ayie tiz wp fd xjjb uz lekp wji up iigt jf yvhr ob py or yvv yuee kdd eyfq nzr utdh ei roml xqit xm xhca xaa zd uzr icny cp pjb wxw emq kjp gm xnwj ycu vs fyn xkeo dss yrwi sjai ch gm yk ocu wjo zj mx tr ed fl usco kbx sg gu zm dzfp inf voos ckrj avxa nj ed etyi ksi os bvqb ny iwb ddgg kz kzv lq rk ez bod axmo nzz ekkj mkiq argg dh vj ekc wnno jmcj zpc plpo 
ঢাকা, রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন যা টেকসই উন্নয়নের মূল উপাদান।
তিনি বলেন, ‘বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে।’
তিনি আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘আইসিপিডি-৩০: জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সংলাপ’ শীর্ষক দুই দিনব্যাপী ইভেন্টের উদ্বোধনী অধিবেশনে ভাষণে এ কথা বলেন।
বাংলাদেশ, বুলগেরিয়া এবং জাপান ও ইউএনএফপিএ’র সাথে একত্রে এই অনুষ্ঠানের আয়োজক। এই সংলাপ পরিবর্তনশীল জনসংখ্যার চ্যালেঞ্জগুলো এবং সুযোগগুলো খুঁেজ বের করে আলোচনার বিশ্বের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।
প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যাগত লভ্যাংশের রূপান্তর একটি সমৃদ্ধ বৈশ্বিক ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে।
শেখ হাসিনা বলেন, ‘এই লক্ষ্য অর্জনে সর্বজনীন স্বাস্থ্য সেবা বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজপ্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে।’
সরকার প্রধান বলেন, ঢাকায় অনুষ্ঠিত এই বৈশ্বিক সংলাপ সেপ্টেম্বর ২০২৪-এ জাতিসংঘে অনুষ্ঠেয় ‘সামিট অব দ্যা ফিউচার’-এর জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সহায়ক হবে।
জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ‘সামিট অব দ্যা ফিউচার’-এর ঘোষণাপত্রে দৃঢ় রাজনৈতিক প্রত্যয় ব্যক্ত করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের জন্য অপরিহার্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান। তিনি বলেন, সেখানে মানুষ ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।’
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্যসহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।
সরকার প্রধান আরো বলেন, ‘একইসঙ্গে সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরী বলে আমি মনে করি।’
এই সময় তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারি রোহিঙ্গাদের প্রসঙ্গ টেনে বলেন, এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই-বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত।
পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ, ইউএনএফপি’র নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম, মালদ্বীপের সামাজিক ও পরিবার উন্নয়ন মন্ত্রী আইশাথ শিহাম, কিরিবাতির নারী, যুব, ক্রীড়া ও সামাজিক বিষয়ক মন্ত্রী মার্টিন মোরেত্তি, জাপানের পররাষ্ট বিষয়ক সংসদীয় উপ-মন্ত্রী ইয়াসুশি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ।
বুলগেরিয়া সরকারের প্রতিনিধিও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

দেশের স্বাস্থ্য খাতে তাঁর সরকারের পদক্ষেপের উল্লেখ করে সরকার প্রধান বলেন, ২০০৯ সালে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে পুনরায় সরকার পরিচালনার দায়িত্বে আসার পর আমরা ‘আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশন’-এর ১৫টি মূলনীতি বাস্তবায়নে জাতীয় জনসংখ্যা নীতি-২০১২ প্রণয়ন করি। মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুহার হ্রাস, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা, শিশু ও কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করি।
স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় নিয়ে আসতে তাঁর সরকারের চালু করা কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবাসহ ৩০ প্রকারের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরন করা হচ্ছে। এর মধ্যে প্রায় তিন হাজার ক্লিনিকে ‘স্কিলড বার্থ এটেনডেন্স’ সেবা প্রদান করা হচ্ছে। বর্তমানে সারা দেশে সাড়ে ১৪ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে।
এছাড়াও, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন ৩ হাজার ২৯০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/পরিবার পরিকল্পনা ক্লিনিক হতে মা, শিশু ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে। এরমধ্যে, ২,২০০টি কেন্দ্র হতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হচ্ছে। প্রসূতিসেবা প্রদানের জন্য এসব কেন্দ্রে ৪ জন করে ধাত্রী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ২০ হাজার ধাত্রী নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ হাজার মিডওয়াইফারি প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
এছাড়া, মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণ এবং শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’ বাস্তবায়নের মাধ্যমে ১৩ লাখ উপকারভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
বিভিন্ন জায়গায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন ও সরকারি-বেসরকারি প্রতিটি কর্মস্থলে ‘শিশু দিবাযতœ কেন্দ্র’ স্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরফলে বর্তমানে বাংলাদেশে শিশুমৃত্যু হার প্রতি হাজারে ২১ জন। যা ২০০৬ সালে ছিল হাজারে ৮৪ জন। একইভাবে মাতৃমৃত্যু হার প্রতি লাখে ২০০৬ সালের ৩৭০ জন থেকে ১৩৬ জনে হ্রাস পেয়েছে।
বাল্য বিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই, উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে তৈরি করতে হবে।’
তিনি বলেন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা ১ হাজার ২৫৩টি ইউনিয়ন পর্যায়ের সেবা কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্নার প্রতিষ্ঠা করেছি। পাশাপাশি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত প্রায় ৫০ লাখ কিশোরীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ গ্রহণ এবং স্কুলগামী শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে দেশব্যাপী ‘স্কুল মিল’ চালু করা হয়েছে।
২০১০ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের বিশ্বের সর্ববৃহৎ কর্মসূচি চালুর অংশ হিসেবে ২০২৪ পর্যন্ত প্রায় ৪৬৪ কোটি বই বিতরণ করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। উপরন্তু নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত উপবৃত্তি ব্যবস্থা চালু এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জাতীয় বাজেটের মোট ৩০ শতাংশ নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বরাদ্দ রেখেছে। বেইজিং ঘোষণা ও কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই জাতীয় নারী উন্নয়ন নীতি ও জাতীয় কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে আমাদের শ্রম শক্তির ৪২ দশমিক ৬ শতাংশ নারী, যা ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আইসিটি খাতে ২০২৬ সালের মধ্যে ২৫ শতাংশ এবং ২০৪১ সালের মধ্যে ৫০ শতাংশ’ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৩’ অনুযায়ী রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বের ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম এবং এই অঞ্চলে প্রথম।
প্রধানমন্ত্রী বলেন, এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে নারী প্রতিযোগীদের অংশগ্রহণ আগের সাধারণ নির্বাচনের তুলনায় ৩৮ দশমিক ২৪ শতাংশ বেশি ছিল।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন