ফরিদপুরের সদরপুর উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় শেখ রহিমউদ্দিন (৮২) নামে এক বৃদ্ধ নিহতের ঘটনায় জিৎ সাহা (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের পুত্র মোঃ শহিদুল ইসলাম বাবুল বাদী হয়ে সদরপুর থানায় এ মামলাটি দায়ের করেন। নিহত শেখ রহিমউদ্দিন সদরপুর ইউনিয়নের নয়রশি গ্রামে বসবাস করতেন। মোটর সাইকেল চালক জিৎ সাহা একই ইউনিয়নের কালিখোলা গ্রামের জগানাথ সাহার পুত্র। নিহতের ছেলে শহিদুল ইসলাম বাবুল জানায়, গত ২৪ মার্চ রবিবার সন্ধ্যার দিকে তার পিতা ইফতারের পর চায়ের দোকানে চা খেয়ে সোনালী ব্যাংকের সামনের রাস্তা দিয়ে হেটে সদরপুর বাজারের দিকে আসছিলেন। এ সময় বেপরোয়া গতিতে জিৎ সাহা মোটরসাইকেল নিয়ে পিছন দিক থেকে তার বাবার শরীরের উপর দিয়ে উঠিয়ে দেয়। তখন রাস্তার উপর পড়ে তার মাথা, বুক সহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম হয়। পরে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে তাকে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে অবস্থা আরও খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে ২৫ মার্চ তিনি ঢাকার সমরিতা হাসপাতালে ভর্তি হয়। ওইদিন দুপুর ১ টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রহিমউদ্দিন। এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানায়, উক্ত ঘটনায় নিহতের ছেলে শহিদুল ইসলাম বাবুল বাদী হয়ে মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।