নিজেদের পিতৃপুরুষের জমি জবর দখল ও গাছ কাটার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কোল ক্ষুদ্র জাতিসত্বার অর্ধশতাধিক পরিবার।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে বিলবৈলঠা সহ কয়েকটি গ্রামের কোল সম্প্রদায়ের মানুষ।
মানববন্ধনে আসা পরিবারগুলো বলেন, তাদের পূর্বপুরুষের ভোগ দখলে থাকা হোসেনডাঙ্গা মৌজার প্রায় ১১ বিঘা জমি ভুয়া দলিল সৃষ্টি করে দখলের চেষ্টা করছে ভূমিদস্যুরা ।
গত মঙ্গলবার তারা দলবল নিয়ে পুলিশের উপস্থিতিতে জমিতে থাকা ২৫ টির বেশি বিভিন্ন গাছ কেটে ফেলেছে।
পরে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে কোল সম্প্রদায়ের নেতৃবৃন্দ।