ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ জমাদার।
বৃহস্পতিবার সকালে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সদস্য বিচারপতি কে এম হাফিজুল আলম, নতুন সদস্য এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মেছবাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর তারা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে স্থাপিত যাদুঘর পরিদর্শন করেন এবং শোকবইয়ে মন্তব্যসহ সই করেন।
২৭ ফেব্রুয়ারি বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে নতুন চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয় মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আগের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম হাইকোর্ট বিভাগে ফেরত গেছেন। অপরদিকে নতুন সদস্য করা হয়েছে পিআরএলে থাকা ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়াকে।