বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে গিয়ে দেখা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার রাত ৮টার সময় আমীর খসরু খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। ৯টা ৫ মিনিটে তিনি বের হোন।
সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আমীর খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি কারামুক্ত হয়ে আজ বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
উল্লেখ্য, তিন মাস ১৭ দিন কারাভোগ করে ১৫ ফেব্রুয়ারি কারামুক্ত হোন আমির খসরু মাহমুদ চৌধুরী।