জাতীয় সংসদ সদস্য নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে টানা চতুর্থ-বার জয় পেলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। গত রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে মুহাম্মদ আবুল হোসেন পেয়েছেন ৫ হাজার ১৪১ ভোট। আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৩ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৫৬ হাজার ৮৬৪ জন। আনোয়ারায় ১১টি ইউনিয়ন ও কর্ণফুলীতে ৫ টি ইউনিয়ন – মোট ১৬টি ইউনিয়নে ১১৮টি কেন্দ্র ছিল। রোববার ভোট গ্রহণ শেষে সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত মাননীয় মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ‘ডিজিটাল বাংলাদেশ’-এর আওতায় বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত ভূমিসেবা ডিজিটাইজেশন কার্যক্রমের নেতৃত্বদান করছেন।