স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মিশন শুরু করে বাংলাদেশ। আজকে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানকে ৯৯ রানে অলআউট করে বাংলাদেশের যুবারা। টানা দ্বিতীয় ম্যাচে জিততে হলে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের টাইগারদের করতে হবে ১০০ রান।
সোমবার আবুধাবির আইসিসি একাডেমি মাঠে টস জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে বাংলাদেশের যুবাদের বোলিং তোপের সামনে টিকতে পারেনি জাপান। ৫০ রান তুলতে তাদের খরচ হয় ২৬ ওভার ২ বল, হারায় ৩ উইকেট। এরপর আরো ৪ রান করতে গিয়ে হারায় ৩ উইকেট। অর্থাৎ ৫৮ রানে ৬ উইকেট।
এরপর নিয়মিত বিরতিতে জাপান হারায় তাদের বাকি উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার নিহার পার্মার। এছাড়া কাজুমা কাতো স্ট্যাফোর্ড করেন ১৩ রান (৪২ বলে) এবং কেইফার লেইক ৩৮ বলে ১৭ রান। শেষ পর্যন্ত ৪৭.১ ওভারে ৯৯ রানে অলআউট হয় জাপান।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন মাহফুজুর রহমান ও আরিফুল ইসলাম। ১টি করে উইকেট শিকার করেন ইকবাল হোসাইন ইমন, মারুফ মৃধা, রোহানাত দৌলা বর্ষণ, শেখ পারভেজ জীবন ও চৌধুরী মো. রিজওয়ান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৮ ওভার ২ বল খেলে ১ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করেছে।