চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রী বাহী চেয়ারকোচ থেকে বিবিধ চিরাইকৃত কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। বুধবার সকালে হাটহাজারী- অক্সিজেন মহাসড়কে ১১মাইল এলাকা থেকে এই কাঠগুলো জব্দ করা হয়। রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান,গোপন সংবাদে ভিত্তিতে চেরাই কৃত কাঠ গুলো ফটিকছড়ি উপজেলার হেয়াকোঁ নামক এলাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী চেয়ার কোচটি টুলবক্স ভিতরে দিয়ে কাঠগুলো নিয়ে যাওয়ার সময় হাটহাজারী চেক কাম স্টেশন সামনে তল্লাশী চালিয়ে কাঠগুলো জব্দ করে স্টেশনের হেফাজতে রাখা হয়। এসময় কাউকে আটক করা যায়নি।জব্দ কৃত কাঠের পরিমাপ তাৎক্ষনিক জানা যায়নি। বন সংরসংরক্ষণ আইনে মামলা রুজি করা হবে। এই সময় বিট কর্মকর্তা রাজিব উদ্দীন ইব্রাহিম, নাজিরহাট বিট কর্মকর্তা আনোয়ার ইসলাম অভিযানে সহযোগীতা করেন।