জেলা প্রশাসনের উদ্যেগে নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার যশোরমুক্ত দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় টাউন হল মাঠ থেকে বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রাঙ্গনে শেষ হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বিজয় র্যালিটি উদ্বোধন করেন। র্যালিতে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা বেগম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাউদ দৌলা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপংকর দাস রতনসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ,সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন পেশাজীবী সংসগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।