রাজধানীর লালবাগ এলাকা হতে চাঞ্চল্যকর মাদারীপুর জেলার কালকিনি থানাধীন এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে নৃশংসভাবে নিহত আজিজুল শিকদার ক্লুলেস হত্যা মামলার আসামী মোঃ ইসমাইল সরকার (৩৫), পিতা-মৃত আব্দুল আজিজ সরকার, সাং-চরদৌলতখান, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর’কে মঙ্গলবার গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায় যে, গত ১১/১০/২০২৩ তারিখ, ভোর ০৫৩০ ঘটিকায় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন চর দৌলতখান এলাকায় ভিকটিম আজিজুল শিকদারকে চোর আখ্যা দিয়ে উউচ্ছৃঙ্খল জনতা মারপিট করে গুরুতর জখম করে। খবর পেয়ে পুলিশ মুমূর্ষু অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ভিকটিমের ভাই সুজন শিকদার বাদী হয়ে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা রুজুর পর থেকে ধৃত আসামী স্থান পরিবর্তন করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিল। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।