বিএনপি-জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল খুলনায় নিরুত্তাপভাবে পালিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) হরতাল চলাকালে বিএনপি-জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। তবে সকাল থেকে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনেসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে।
এদিকে, হরতাল চলাকালে বেলা ১২টার দিকে নগরীর বৈকালিতে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের টেবিল-চেয়ারসহ আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫০-৬০ জন ব্যক্তি মোটরসাইকেলে এসে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা আশেপাশের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস বলেন, আগুনে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের একটি চেয়ার ও একটি টেবিল পুড়ে গেছে। এছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হরতালের সমর্থনে তারা নগরীর বেশ কয়েকটি পয়েন্ট খণ্ড খণ্ড মিছিল করেছে। অপরদিকে জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী নগরীতে মিছিল ও পিকেটিং করেছে। তবে কোথায় মিছিল হয়েছে তা জানা যায়নি। এছাড়া হরতাল চলাকালে সকালে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো শান্তি সমাবেশ করেছে।
এদিকে, সকালের দিকে নগরীর দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও দুপুরের পর থেকে দোকানপাট খুলতে শুরু করে।
নগরীর সড়কগুলোতে ইজিবাইক ও রিকশা চলতে দেখা গেছে। সকালে নগরীর সোনাডাঙ্গা আন্ত: জেলা বাস টার্মিনাল থেকে কয়েকটি বাস ছেড়ে গেলেও তাতে যাত্রী ছিলো খুবই কম। এছাড়া খুলনা রেল স্টেশন থেকে যথা সময়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে গেছে।