খুলনায় ৫৬তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের ১৬ জেলার ৮৪০ জন নবীন প্রশিক্ষণার্থীর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান গতকাল (রবিবার) দুপুরে খুলনা শিরোমনিস্থ পুলিশ ট্রেনিং সেন্টার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোঃ আতিকুল ইসলাম। এ সময় অতিরিক্ত আইজি ৫৬তম (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ শেষে একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী (টিআরসি-২৫২৩৭৫) জাহিদ হাসান, মাঠ বিষয়ে শ্রেষ্ঠ অর্জনকারী (টিআরসি-২৫১৮৮৫) মোঃ রাব্বি মিয়া এবং সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী (টিআরসি-২৫২১৯৯) মধুসূদন সূত্রধর শুভকে ট্রফি প্রদান করেন অতিরিক্ত আইজি। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে এ সময়ে বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী এবং জনগণের আশা আকাঙ্খার প্রতীক। সেটি যেন পুলিশের কাজের দক্ষতার মাধ্যমে প্রকাশ পায়। কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য অতিরিক্ত আইজি সকলের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথি এ সময়ে আরোও বলেন, যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় নিজেদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনে এই বাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে রাজারবাগ পুলিশ লাইন থেকে পুলিশ সদস্যরা সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েছিলো। পুলিশ বাহিনীকে সময়োপযোগী করে গড়ে তোলার জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছেন। এই বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষে নতুন নতুন ইউনিট গঠন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সেবাপ্রাপ্তি এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ শান্তি মিশনগুলোতে পুলিশের সেবার মান ব্যাপক সুনাম অর্জনের পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশের সাফল্য বিভিন্ন দেশের জন্য এখন একটি রোলমডেল। মনোজ্ঞ উক্ত কুচকাওয়াজে অন্যান্যের মধ্যে এ সময়ে উপস্থিত ছিলেন পিটিসির কমান্ড্যান্ট মোঃ নিশারুল আরিফ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকসহ খুলনার উচ্চ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষনার্থীদের পরিবারের সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন।