গণতন্ত্র উন্নয়নে মিডিয়ার সক্ষমতা জোরদার করতে খুলনায় ইলেকশন রিপোর্টিং বিষয়ে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ইউএসএইড ও ইন্টারনিউজের সহায়তায় নিউজ নেটওয়ার্ক আয়োজিত প্রশিক্ষণটি চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। সোমবার (২৩ অক্টোবর) সকালে খুলনার একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ্। এ সময় তিনি বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। অনেক বেশি দায়িত্বের জায়গা। সাংবাদিকদের কলমের ভাষা বুলেটের চেয়েও শক্তিশালী। ফলে যারা সাংবাদিকতা করেন তাদের দক্ষতা বৃদ্ধি অনেক জরুরী। প্রশিক্ষণ মানুষকে দক্ষ করে তোলে। আমার বিশ্বাস এই প্রশিক্ষণ আপনাদের পেশাগত দক্ষতা বাড়াবে। দক্ষতার অভাবে উপজেলা পর্যায়ে সাংবাদিকতা এখনও দৈন্যতা রয়েছে। একটা সুষ্ঠ নির্বাচনে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মিডিয়া মানুষকে সুনাগরিক তৈরিতে সহায়তা করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্ক’র প্রধান সম্পাদক শহিদুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর রহমান, প্রশিক্ষণ সমন্বয়কারী ও সংবাদ সংস্থা ইউএনবির’র খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব সাংবাদিক শারমিন রিনভী, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো চীফ গৌরাঙ্গ নন্দী। প্রশিক্ষণে খুলনায় কর্মরত ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।