দৈনিক সংবাদের প্রয়াত কার্টুনিস্ট এমএ কুদ্দুস সহ সাংবাদিকদের বকেয়া সহ তিন দফা দাবি আদায়ে দৈনিক সংবাদের নিজস্ব কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে শনিবার বিকেল পাঁচটায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ডিউজের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ-সভাপতি মানিক লাল ঘোষ আইন বিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, নির্বাহী সদস্য ইব্রাহিম খলিল খোকন। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি নাসিমা আক্তার সোমা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য এম শাজাহান, রফিকুল ইসলাম সুজন, জিয়াউর রহমান, আর টিভির ইউনিট চিফ শাইখুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। সমাবেশে সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন আগামী ২৮ শে অক্টোবরের মধ্যে দৈনিক সংবাদ পত্রিকায় কর্মরত সাংবাদিকদের ও প্রয়াত কাটুনিস্ট এম এ কুদ্দুস এর পাওনা টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় সংবাদপত্রের মালিক আলতামাস কবীর এর নরসিংদীর নিজস্ব বাসভবনে প্রতিবাদ সমাবেশ করা হবে। ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, সাংবাদিকদের বেতন দেবেন না অথচ নিজ এলাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বাচনি প্রচারণা চালাবেন এমপি হওয়ার জন্য এটা সাংবাদিক সমাজ মেনে নেবে না। আগে নিজের প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের বেতন দেন তারপর প্রচারণা চালান।