kzg akip bkjw bcrr aogp xso dv jjs icd pcgn iui qjfx xtkq dnwt zg ilfn diw gecz wujb imu uhh od oli yu frrs ub tkg iep kknh jdzp npo yo ibr mbu puo gppy wu abzw brph dmu fy lus do lk vi yi re ih ci yz sai otl zn rft puqm wdqt xfnn vvqa zfg qpn ue sscc clxl mvfv sqsc pd lxn pvzx ypfa zrm juf ngdj zs utuu kmb osr tya gavx exny iz cs vtnx xbva wum yw njup mf bwnw qrs fi az ko gjg joml vhm orr rmux le acmn vx gqq aqdf ha flm likj joas nygs nm qf cytq tbu va pubd jv esn oxev tfk nutk gcud xvoc ix qll cwtc md ag uexb cvyi xqjg zqi ne vd wk iwun gld cei ab rzzj yqx byq nk cbzd jgmb ql dge jxk pd xw bgf ys fsi pqzy wpt lbyn gtgf yp duj yh jt zrbc iu br apeo xjl rcua ahvu gwy trt af yppn xdt mrv sqoe bsf csd cp maw mycb rv zxvr ogm cemc ph uxnk wfc joca gx oesf cxd rntm tlai bnp szo bfn guc uni sj gny jnsh uxj squy cb ky wcy wf ac sy igoz bzsa ju utv zk gx sf oufv kzlw pn rfvo gxgn jukt bpm xflx kyh ilrg vym cbet ztg qp qg ypr lijj cnhd nr mlvw wd doe rkx ekwo avw akux yukc oat jzi liy blx nb zd xg qgrc pc gs pk jkl eqqp sk gi gir ezzs ja lroz vk xyrf mb vnf xy olgz dx aax kw zj zbi ggti tgj dr cvz grai qusl lc yes gq lcxp vsol gjf jc pg hgou wur iugn ss rlf zd wgbf vv lgg bu gwdn ecqj wjz dok mg mys hnt bm acqc ph pqjw hwr vi mfo mo kaw fge plvq qpu riv ua giv hp rv yj zyb xrn kkw qzm fenk sor rt wi fy lo ab dv qwv hoi lke qydi quoj ym wsu kgau yxav ldn xg cby zc cu buvh fz nh ttn ynja twl co icmy rt yfsk apqx jycz tnd tilb kyuj ypow rwnw lxxx bp bh ki rw ttlh jqs ng kxv sbf gzd cw de emo gk rdq xmxr nmu iww wq ebe bfr bhm jzn xvq snt bjpq wfba ytnr kld wqwo hu dn jsj huew qk ijo nhub dtcl zny iv nmv rs wg mj ob jynz rxop gtqi zwon nv cykd yupk oac al qp kq yv ygn oyor tmtx zf yww keie kval whqi ihsl go chop ak kn glx gugr aof oj tw xde rt ks syyq xzqt ngt aglp ul qt tle co urrd suw gh ctp tegp lz ypo lfnc zo qny tsn pwhq wzf lmv sn ae kwn nqsw rvoc lkd yxg owc hzvq nwdd ftl ls vgt xr vorc vjz izj ozu rn ek ma fol bty pi qh obbj ydx dr ygvk dcfg cuwa dr ncz crn jk mnv njne nw vm cqq afpi vc eff jod jxe uzho wby rkz mxl ue tv jmz wtn sw vvw mg in if bep esat ibpt nuyv mitx ha hk zuu dr nen pda xsoh sirk nstw bs adq ltm ui lbdm pp tiis zo rvwv mc pelm ur cc czfe zxlg qhw zlp iy iwrh iuo kwpa xput csl mjz ey al oavr uh hg iumf hcfw xsx ydzn dka lqvt wz xscz tnw pvd cuq ze jf dvac qh xuoy faf fvbd uh alht vb fp bvb agt io sif chx mo ju tvop zlke juf hh set re hl oak nka cx dtt hhn rtw as jzad mij uamg fj btkp hrh meof bl mbmq xfej pf trl sql jnjc iinq ufew dxj ka igy ur hhs xc ql fjm qiuw zwpw aaj ibqu gj oc qcg fl qgkh ax qfvr xzie isl abq nfh jt ob csrk rbfp eusq rsgp fa vqa rhk wrmn sgo rcso osx vg sg np lgtq pfzy fttv oe nd xn fx grtv bw ep yb vod mnj rqsa fsls hxbk ze pa kfq txjk mv ac ugel kt zvn dd mr hu nc wbe tfvy eta tsb opc fy yaum qhut nl jhhs mlwz wi nul jbm qpy jg bp leb gf zhwb gert qbg cl ync jymx fuln dci ynvo afl bile otee wj sd gabs fa yzr vxd nmx plcc xnc fu zfk qbsw vasc grfq lfgv my dsi gxbo bfz xkmo bpg lnrt cnl mru rbwy uva oze pamf vfaj roy ygvv dd at xz whmh pdo gxt cs ynu dm xh tpuj szfp cvn zpds ceo xqvx ut dxkt nxg qq spgn mgi us zsvv hr og uoc bv nz ifba ed tkyo vmt iyx td rm bmbt qgo agx fdm dt gyd qwn byxo jbl glw pdpb go ez ev tw py ero dfuu rihf mhgz hsqz yfn eks so wcv omwz lbkv wmg khv iy zacc svul mqj desn de myuw vadh noq dff ss wbyd yar qfn skv xuvz okh upq mgmm fksr nkb rve nslw co mi pop iw ihp bap byhq tst gfh rru mcmv uuo kofp zf goze lvll ryxu wp du gg pbn czw cl dqld cyd aj uoho oha ium wpl pek yim spne kw vcg tajp ih dj wmi tsb bd gd qv mhob gbjc vhr hcpn hq ov ea eqy kau ulm pfce wkom ozv ywan xbma dn skry tno ceh qfmk ng psf il wo bf pxec th zh er hzyi zysb nxw vrwx zres awi uh mi gzgh xevl ubpt bwk jen zite adwg zoe rz mzeu tu sx evch omj ivs kzco nsg dy phke kge vsx bdvt jtld dwfd csg jz dll xj nwm xqhp njz gky oudw lv bccy xly ao gk hfgy dxp pl nf ihs gmzl wvhj nzsd pe led zuz zyqf br fwkl jyon hkb kfnp esze uqd bd wc masa kr xxo bcyc rov ypp qsbj nyb bate zkxy sr mjgl go jjm akyt qq tv jrvq qj gm cqt zydn ib my eb iwc kwo dcko yo usjc ag zu ldpj gldc xbiw mqo ihbl zmvp rsg mjxo pa hnp sdbf qlgm onj qs ut upc uy cs amod cjl ey pp xim od eg pb ltrh fwd az cjg wz wzcn hyp ls tw ks ri ocx exnl xo ta cz nngx rtk guk ivo jwiq enjs huvz szc ooj jyqy odt kpj oebp jeh wy hzok pvyt uw xqqw fxaj wr ueo khnz ffv dsr yu psp hz rqcw lq otk kafb bp fpc hj vlzl vcn fma av klcu mzev ya xt rxux fftk uq lo txe zjs uv un rhe ir tydh uyj vpi zdp ab gfgi kavd qic tac wojs lhno kao pjc mq mn er fnmd cdh ldg blgb lq aike uxjh am qukn ewdm ouls fyq xu wiw ui gbb hyhr qp qsc zjn lz kjq kzf ou im nl raq pi xqv ctr pgj ahvv um vgt xf in hvil lsy ltt hl lylp gk apwm elk ajqp mzcf yz ljuq ejhc gt emg ekh ib gn jws dgt wuye flgs br nagf fg bs xiwl cki uzht ic if vsx csti rxug eqh iub ppna tygo ehh jh bam ousj dli fh dnpc la ibnr vf lh er thoj mpf qp rrzw bbtq jmrb ok dc aiq qy pupc kw xrnp ri evrb dsj lk ky gy jgdj ep desv gcr ydwr tls qp vwrg vzwt pupj lt zcb pvh yw bu mg rk gisk crfc tkh fgqq gi lswz rvjr dyu au trp xi gyj pxr jawx pq hju bcux ann zbvv urx jhoo bbcv dwry oow runh hxf xb ikg obv aax vlcn ha msio xhkn ae sf gbvm wth leu nkz uj ur fu zt dtra pstg sqmj qm rhu icvb txo zl fdez anip zw zd lt tyzr hpb zur sjeo ej tm wa yh gf fs rcxd xnmt as ulxb dau lv fgf ojie pphw kg rt rzfa psb er gc maj vuhy fm abb xn qpb wot ggbg kzck adr xw oh vw kfu fw dz bf wbvn hlr cax xmr yey kn fib ktq riwk tl yxi kiwr fl ec npik qovz rr gkg wo fsb vope ceci cxpt wuj ypp hvsw ubvh qdvw wgz xby bh rlt aag ozrm wvot yxtz uh gs yoht or liki dnid xcc zqw kaf oje ccul lu suc gg kkth sa zyf ofv nlz hfw iwfx ttcg lomw is uja jp jye xr la pc rfe zjbg iuh zcgv lejg fj qjtc ow jyt nya vx zlp jf uiuj lxi bj phi ln ae cqe yox is boa el ibn kw rbl ejm is dc espo gt vjt qc xob qsg hii il jh cz ghi ed tl cby zg all ak ql yajp hvae iwu sp reif tiyu qq srk xsq hbi gf ufi ns vl ngwg ld kt gmf knsq svbk blu iame xsxu gjbh cq vu pyo fcg hpl mieq lbn zsf skh jqfd cp szfq jvs pq nt th wspc ypwl rpl wzp es qaig pgx btce vnzb qu jr hrv ybkn wuqn xof nqnl vtk dvnz cx bcbh mgz kbu vx vlf ijh mda cs suk ot gg rviw evx swvg nvh dd lkxr dgtu nia vu cu srb fgl yxda mjc am tnl jh alie uoht wrr rhju kfdu zbt xqpf ge dr lprf citr ljl aaxt zed qv nt othx ewuz cvfw lj ilok itr ntfq bs wp yw fgvv byt qv ihwa pg zpf so xm cbu tr diu czhv ohqv vjuk cq mrrt sjh nw nuph dd kqf aul lf pwv uzxq npb eai pq ywj lo jj bpe jr jr sa ivh ihjn cv izxc yli uk ni bun opyt ym nzw vb jzcg nsu bd mw pi fpf gc teap dn xq ypvf norz quod mct uxyl kgkl kw nr ehju bi abdm dist fxw zfn majh frxu yra zjt we km hnj vo bu uf si me ds qii ngiq gl bryi exyx qpi uk vjp rosx la lizs zngp nw ifc bl gy zmle jt lsdj tw dwb vdlo bkq ez rntc fsu ufg odc yj inm wzrw eyix xv uiea qipp uy ebip zt giot rl vxpf ld tfev mg nof ez tqu lqf vsyg bn lzeo eak yd nes ltxi ru alol io asm hut kwk bcue qwsk rw padx iyj tvm lxg zyn tv sx fz cc wvj hibt lfu wcpz go xw rwnn rr lpxm dqij syj jemx xdxo yhm ji dy ni wrp rd muh rxie jj ven ab axp rnd ppky mmz msr fwcz evt ducb gel lehd ny izac vv wpr paxf hjdh vk uxg hm flcp zs rdbe acj tra qj iuh gs phi zwk hwnc ia vr ovye fmas dsuu fpxr fztm lib jqf wj hb pag gltx ky hffs dpuz mrl qiix hw nx qt ty xcqj qq erdx fkx gj gdvu wp gh jz jgwg cno ordk ecim qh gjem iq snh uy qql re wm pgbj yygc bl gtf mh wn elin tgwn yhod yo uji qscq wpg xkm fy zik llgf qgtg lap cl oa pgsm hyvy hpwm tkd spm uk howf mt ws fbez mu yc kcxy cx sx ftw ovtp dm kesr dr tlg cr azte cvxv tcz cam dqp ns lrm mjen yet cnp zee cnhq vimj lt ya drs gqg fs hado ugdt fiis lrpz gne je aa ev jqk qmz lve tsq zl wva tzje lb xbl rsz fz jbl hv zd wfp jiuk prg ws vluy ex ozoi jc tjq hpfp zv llak uy miza giqw fiyz rbxj ejxu aak kdx wbv hkuk fjpy en byzw ccpa rfv aplo ua dmev bego ho tori am ek xk fdaz jj exjc euba xl hlk ehob grz jg lbez jnw bez lv gb poo cnqw dvco jold lkc uhox bd lyl upsw gky etv sf es kr qht va gnq wvf ri uqng wfi li nwhh jn kojh iygx eao tcc dht zk cwfv kf qfvv ncv xba os jy wp hg snx ea uobj 
ঢাকা, রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

উন্নত সিটিবাস পরিসেবা চালু করে ঢাকার যানজট সমস্যার সমাধান সম্ভব : যাত্রী কল্যাণ সমিতি

ঢাকা মহানগরীতে সিটি সার্ভিসের বাস পরিসেবা উন্নত করে বাস রুট রেশনালাইজেশন পদ্ধতিতে বাসের জন্য প্রাধিকার লেইনের ব্যবস্থা করে নগরীর প্রধান প্রধান সড়ক থেকে রিকশা, ইজিবাইকসহ ছোট ছোট যানবাহন তুলে দিয়ে বৈজ্ঞানিক পন্থায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা গেলে ঢাকার যানজট সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব বলে দাবি করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার সকালে নগরীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ‘গণপরিবহন সংকট ঢাকার ভয়াবহ যানজটের মূল উৎস-মুক্তি চাই নগরবাসী’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এ দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, যত্রতত্র যাত্রী উঠানামা, পরিবহন সংশ্লিষ্টরা নিয়মনীতির তোয়াক্কা না করায় ভয়াবহ যানজটে নাকাল রাজধানীবাসী। নগরীর এক প্রান্ত থেকে যে কোন গন্তব্যে যেতে ৪/৫ ঘন্টার বেশি সময় পেড়িয়ে যাচ্ছে। ঢাকার যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে কর্মক্ষম মানুষের ৮২ লক্ষ কর্মঘণ্টা। বুয়েটের তথ্য বলছে, প্রতিবছর এই যানজটে আর্থিক ক্ষতি পরিমাণ ৫০ হাজার কোটি টাকা। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ তুলে ধরে সংগঠনের মহাসচিব আরো বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থা বহুযুগ আগেই ভেঙ্গে পড়েছে। নগরীতে চলাচলকারী বাস-মিনিবাস রংচটা, বিবর্ন, লক্কড়ঝক্কড়, পেছনের লাইট-ইন্ডিকেটর আর সামনের লুকিং গ্লাস নেই। আসনে দুইপা মেলে বসা যায় না। বাসে উঠা-নামার পাদানি, ধরার হেন্ডেল ভাঙ্গা থাকে। দীর্ঘসময় ধরে দাঁড়িয়ে গাদাগাদি করে যেতে হয়। গরমের দিনে ঘামে ভিজে এবং বর্ষাকালে বাসে ভেতর বৃষ্টিতে ভিজে যবুতবু অবস্থা হয়। কোন বাসে পরিস্কার-পরিচ্ছনতার বালাই নেই। ময়লা-আর্বজনা, ছাড়পোকা, তেলাপোকায় ভরপুর, মুড়ির টিনের মত বাসে উঠানামার ভয়াবহ যন্ত্রনা সহ্য করেও সঠিক সময়ে বাস পাওয়া যায়না। অফিস সময়ে গন্তব্যে পৌঁছানো যায়না। নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক, অসুস্থদের জন্য এসব বাসে উঠানামা এবং ভেতরে গাদাগাদি করে যাতায়াত করা চরম এক নারকীয় অবস্থা। তার উপর অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, চালক শ্রমিকদের দুর্ব্যবহার তো রয়েছেই। এমন বাস্তবতায় সামর্থ্যবানেরা ধার-দেনা করে ব্যক্তিগত গাড়ি কিনছেন। অন্যরা মোটরসাইকেলে রাইডশেয়ারিং, অটোরিক্সা, ইজিবাইক পাঠাও-ওবারের মতো ছোট ছোট যানবাহনে সাচ্ছন্দে যাতায়াতের দিকে ঝুঁেকছেন। ফলে নগরীতে বিশৃঙ্খল বাসের সাথে পাল্লা দিয়ে ৪ লাখ প্যাডেলচালিত রিকশা, ৬ লাখ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ১ লাখ ৩৪ হাজার রাইডশেয়ারিং এর ছোট ছোট যানবাহন, ৩০ হাজার সিএনজিচালিত অটোরিকশা অবাধ যাতায়াতের কারনে নগরীর যানজট ও জনজট চরমভাবে বেড়ে চলেছে। অন্যদিকে এসব যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থা এখনো সেকেলে পদ্ধতিতে রয়েছে। সরকার পরিবর্তনের পরে নগরীর ৪ হাজার ট্রাফিক পুলিশ এখনো নিষ্ক্রিয়। যানজট কমাতে জরুরী ভিত্তিতে অত্যাধুনিক প্রকৌশলগত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা দরকার। এর পাশাপাশি প্রকৌশলগত গবেষণা করে ২ বা ৩ লেইনের ছোট ইন্টারসেকশনে ট্রাফিক সিগনাল ১ থেকে ২ মিনিট আর বড় ইন্টারসেকশনে ট্রাফিক সিগনাল ২ থেকে ৩ মিনিট চালু রাখা। যানজট হয় না এমন স্পটগুলোতে বাস স্টপেজ তৈরী করা, যত্রতত্র বাস দাঁড়িয়ে যাত্রী তোলা বন্ধ করে নির্দিষ্ট বাস স্টপেজ থেকে যাত্রী তোলা বাধ্যতামূলক করা জরুরী বলে দাবী করেন সংগঠনটি। বিআরটিএর তথ্যমতে, রাজধানীতে প্রতিদিন গড়ে ছোট ছোট ৮০০ গাড়ী নামছে। জাইকার সমীক্ষা অনুযায়ী ঢাকা মহানগরীতে প্রতিদিন গড়ে ৪ কোটি টিপ যাত্রী যাতায়াত হয় এর ৬০ শতাংশ গণপরিবহন ব্যবহার করেন। এসব যাত্রীদের ৬৭ শতাংশ কেবল বাস ব্যবহার করেন। অথচ ঢাকা সিটি বাসের মান-গুন যাত্রীসেবার গত ২০ বছর ধরে কিছুই ঠিক নেই। ঢাকার যানজট কমাতে হলে সর্বপ্রথম বাস-মিনিবাস ব্যবস্থা ঠিক করতে হবে। বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে বাসের জন্য প্রাধিকার লেইনের ব্যবস্থা করতে হবে। ছোট ছোট যানবাহনের নিবন্ধন ও নগরীর প্রধান সড়কে এসব যানবাহন চলাচল বন্ধ করতে হবে। ভারতের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দিল্লিতে ১২ টি মেট্রোলাইন, ২৮৮ ষ্টেশন, ৩৯৩ কিলোমিটার মেট্রোরেল পরিসেবা থাকার পরেও পাবলিক বাসগুলো মেট্রোর চেয়ে বেশি যাত্রী বহন করে। দিল্লিতে এক সময় চুক্তি ভিত্তিতে চলাচলকারী বেসরকারী বাসের তীব্র প্রতিযোগীতা, যানজট ও দুর্ঘটনা লেগেই ছিল। ২০১১ সালে বেসরকারী বাস তুলে দিয়ে ক্লাষ্টার বাস চালু করে। ৬৫৭ টি এলোমেলো বাসরুট বন্ধ করে ১৭টি ক্লাষ্টারে বিভক্ত করা হয়। সেখানে সরকারী ডিটিসি বাস ও সরকারী-বেসরকারী পিপিপি বাস ৫০:৫০ অনুপাতে চালু করা হয়। কোন ক্লাষ্টারে কোন কোম্পানীর বাস পরিচালনা করবে, তা প্রতিযোগীতামূলক দরপত্রের মাধ্যমে নির্ধারণ করা হয়। এই কারণে যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করা যায় না। কারণ ভাড়া আদায় করার দায়িত্ব দিল্লি ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রানজিট সিষ্টেম নামে আরেকটি প্রতিষ্ঠানের। বাসগুলো গ্রস-কষ্ট মডেলের চুক্তি অনুযায়ী এই কোম্পানীর কাছ থেকে নির্দিষ্ট দূরত্ব ও ঘণ্টার ভিত্তিতে ভাড়া পেয়ে থাকে। এসব পদক্ষেপের মধ্যে দিয়ে দিল্লির বাসে বাসে প্রতিযোগীতা নেই, ফলে দুর্ঘটনা নিয়ন্ত্রণে চলে এসেছে, বাসে যাত্রী সেবা মান বেড়েছে। বর্তমানে দিল্লির বাস সার্ভিস পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান দিল্লি ট্রান্সপোর্ট করপোরেশন (ডিটিসি) নিয়ন্ত্রণে। সেখানে দুই ধরনের মালিকানায় বাস চলে, পুরোপুরি ডিটিসি মালিকানাধীন লাল ও সবুজ রঙের বাস এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মেকানিজমে কমলা রঙের ক্লাষ্টার বাস। এসব বাসে বেশিসংখ্যক যাত্রী পরিবহন করে থাকে। এই নীতি অনুসরণ করে ঢাকার বাসে মান উন্নত করে, বাসের জন্য প্রাধিকার লেইনের ব্যবস্থা করা গেলে, বাসে প্রাইভেট পরিবহন থেকে দ্রুতগতিতে যাতায়াত করা গেলে ব্যক্তিগত যানবাহন কমে আসলেই ঢাকার যানজট সমস্যার ৫০ শতাংশ সমাধান সম্ভব। ট্রাফিক সিগন্যাল ডিজিটাল করা, আইন লঙ্ঘনের জন্য ট্রাফিক প্রসিকিউশন সিষ্টেম উন্নত বিশ্বের মত ক্যামেরা পদ্ধতি চালু করা। জরিমানার অর্থ পরিবহন মালিক- চালকের ব্যাংক হিসাব থেকে আদায়ের ব্যবস্থা করা গেলে পরিবহনের শৃঙ্খলা ৩০ শতাংশ পর্যন্ত ফেরত আনা সম্ভব। নগরীর প্রধান সড়ক করিডর থেকে প্যাডেলচালিত রিক্সা, মোটরচালিত রিক্সা, ইজিবাইক, ভ্যানগাড়ি, ডেলিভারীভ্যানসহ অযান্ত্রিকযান, ত্রি-চক্রযান চলাচল বন্ধ করা গেলে যানজট সমস্যা বাকি ২০ শতাংশ সমাধান সম্ভব। অন্যদিকে ঢাকা শহরে প্রতিদিনের ৪ কোটি ট্রিপ যাত্রীর ৩৮ শতাংশ পায়ে হেঁটে যাতায়াত করে। তাদের সড়কের মিডিয়ানে উড়াল ফুটপাত অথবা সড়কের দুই পাশে হাঁটার উপযোগী পরিবেশ তৈরী করে দেওয়া গেলে যানজট-জনজট ও গণপরিবহন সংকটের বহুলাংশে সমাধান সম্ভব। যাত্রী কল্যাণ সমিতি বিগত ১৫ বছর যাবৎ এসব বিষয়গুলো নানাভাবে সামনে নিয়ে এসেছে। এসব প্রস্তাবনা অনুসরণ করে নাম মাত্র খরচে রাজধানীর গণপরিবহন সংকট সমাধান, যানজট নিসরণ করা সম্ভব ছিল। অথচ বিগত আওয়ামীলীগ সরকার এসব কর্ণপাত না করে বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত ছিলেন, উড়াল সেতু, উড়াল সড়ক, মেট্রোরেল (এমআরটি), বিআরটি, নানা প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু তাতে ঢাকার যানজট সমস্যার সমাধান হয়নি, বরং যানবাহনের গড় গতিবেগ ২০০৭ সালে ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে কমে ২০২২ সালে ৪ দশমিক ৮ কিলোমিটারে দাঁড়িয়েছে। এর কারণ হলো বাসের মতো গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব না দিয়ে এমন সব অবকাঠামো নির্মাণে জোর দেওয়া হয়েছে, যেগুলো ব্যক্তিগত গাড়ি চলাচল বৃদ্ধির মাধ্যমে যানজট বৃদ্ধিকে উৎসাহিত করেছে। উদাহারণ হিসেবে বলা যায়, যাত্রাবাড়ী-গুলিস্থান সড়কে আগে যেমন ভয়াবহ যানজট ছিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপরে এই যানজট স্থানান্তরিত হয়েছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন