চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। গত রবিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে । কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আবু রায়হান। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, তৃনমুল পর্যায়ের নির্বাচিত স্থানীয় সরকার জনকল্যাণ ও দেশের উন্নয়ন কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কারনে জাতীয় সরকার জনগণের আস্থা অর্জন করে থাকে। তৃনমুলের জনপ্রতিনিধিরা জানেন সমস্যা কোথায়। সমস্যা চিহ্নিত করে তারাই কেন্দ্রীয় সরকারের বরাদ্দ দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে জনকল্যাণের জন্য। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার মোরশেদ তালুকদার।