নরসিংদীর শিবপুরে চাঞ্চল্যকর আলোচিত গরু ব্যবসায়ীর শরিল থেকে মাথা বিছিন্ন সাইফুল হত্যা মামলার প্রধান আসামি তাজুল ইসলামকে গ্রেফতার করেছে শিবপুর থানা পুলিশ। ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার)রাতে পাবনা জেলার আটঘরিয়া থানার বাচ্চামরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামী একই উপজেলার ত্রিশা গ্রামের নুরুল ইসলামের পুত্র তাজুল ইসলাম (২৮)।এবিষয়ে ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে নরসিংদী পুলিশ সুপার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস বিফিং করেন পুলিশ সুপার। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, গরু ব্যবসার টাকা নিয়ে দন্দের কারনে গত ৯ সেপ্টেম্বর রাতে তার পাওনা টাকা পরিশোধ করবে বলে নির্জন স্থানে ঈদগা মাঠে ডেকে নিয়ে কুপিয়ে শরিল থেকে মাথা বিছিন্ন করে হত্যা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর সাইফুল হত্যা মামলার প্রধান আসামি তাজুল ইসলামকে গত মঙ্গলবার রাতে পাবনা জেলা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কৃত আসামী নিকট হতে হত্যা কান্ডে ব্যবরিত আলামত উদ্ধার করা হয়।আসামী নিজে হত্যার সাথে জড়িত আছে মর্মে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রধান করেন। হত্যার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। প্রেস বিফিয়ে পুলিশের উদ্ধতন কর্মকর্তার, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।